নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় এ কে এম ফখরুল আলম আরমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার আদিয়াবাদ এলাকার অত্র বিদ্যালয় প্রাঙ্গনে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকালে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী রেজাউর রহমান রিপন।
বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক) মো. আকরাম হোসেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি এ কে এম ফখরুল আলম আরমান’ সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রায়পুরা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সালালগীর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে : সকাল ১০টায উদ্বোধনী অনুষ্ঠান, অতিথিবৃন্দের আসন গ্রহণ, পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকার ও অন্যান্য পতাকা উত্তোলন ও ক্রীড়াবিদদের শপথ গ্রহণ করানো হয়।
পরে আলী রেজাউল রহমান রিপন ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
মশাল দৌড়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপরই বিদ্যালয়ের স্কাউট সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন। বিদ্যালযের শিক্ষার্থীসহ অভিভাবকরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে।
দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৃত্য, কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।