নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিববাগ মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে শহরের শ্রীশ্রী লোকনাথ বাবার আশ্রমে মন্দির কমিটির সদস্য ও স্থানীয় ময় মুরুব্বি ও এলাকাবাসীদের উপস্থিতিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, লোকনাথ বাবার আশ্রমের স্বার্থে আমরা সবাই এক হয়ে কাজ করে যাব। মন্দিরকে আরো উন্নত ও সুন্দর করার লক্ষ্যে কাজ করা হবে। বর্তমান কমিটি সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের স্বেচ্ছাচারিতায় কারণে অনেক কিছুই সময় মতো করা সম্ভব হচ্ছে না। মন্দিরের অনেক হিসাব নিকাশ সঠিকভাবে বুঝে পাচ্ছি না। কেউই সে সম্পর্কে জানতে পারছি না।
মন্দিরের স্বার্থে এলাকার ময়মুরুব্বি সবাই মিলে আমরা একটি আহ্বায়ক কমিটি করব। এবং সর্বজন স্বীকৃত ব্যক্তি কে মন্দির পরিচালনা দায়িত্বে আনা হবে। এতে করে মন্দিরের অসম্পূর্ণ কাজ গুলি সম্পূর্ণ হবে। আমরা কোন রাজনীতি করি না। আমাদের একটিই উদ্দেশ্য শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রমটিকে উন্নত করা। আমরা নিজের পকেট থেকে টাকা খরচ করে শুধু করে যেতে চাই বাবার জন্যে। পাওয়ার কোন উদ্দেশ্য নেই।