মনিরুজ্জামান, নরসিংদীঃ
শতবর্ষে বর্ষীয়ান বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে মাধবদীর বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন অগ্রগতি ও উন্নয়নের কথা তুলে ধরেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম পি।
শতবর্ষ উৎযাপন কমিটি, পাইকারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল হাশেম’র সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বাবু । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মোঃ গিয়াস উদ্দিন মিয়া ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবদী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাধবদী পৌর মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর, মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও পরিচালনা কমিটির সদস্য রিয়াজুল ইসলাম সহ সাবেক ছাত্র, শিক্ষক ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের মাঠে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা আগত অতিথি ও সাবেক শিক্ষার্থীদের বরণ করতে আকর্ষণীয় স্টল স্থাপন করে।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের নতুন পুরাতন শিক্ষার্থী ও দেশের স্বনামধন্য শিল্পিরা গান পরিবেশন করেন।