নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ দলিল লেখক সমিতি (বাদলেস)র আসছে কেন্দ্রীয় কাউন্সিলকে সফল করতে নরসিংদীতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী সদর দলিল লেখক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি মোঃ নুর আলম ভূঁইয়া।
নরসিংদী সদর দলিল লেখক সমিতির আহ্বায়ক জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নরসিংদী সদর দলিল লেখক সমিতির নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করা, সিনিয়র দলিল লেখক আতাউর রহমান, বদরুজ্জামান, শাহজাহান ভূঁইয়া, নরসিংদী সদর দলিল লেখক সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন মোল্লা নান্নু, নরসিংদী সদর দলিল লেখক সমিতির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ ইবনে রহিছ মিঠু, সাবেক যুগ্ম সম্পাদক কবির হোসেন, মানিক ভূঞা, দলিল লেখক দেলোয়ার হোসেন শাহীন, সদস্য সচিব মামুন ভূঁইয়া, মো. আশ্রাফুল হক ভূঞা, রোমেল, নরসিংদী মহা হাফেজ খানা ও তল্লাশ কারক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন কাজল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, দলিল লেখক শোহেব আহমেদ, দিপু সুলতানসহ আরো অনেকে।
দলিল লেখক রোমান মিয়ার সঞ্চালনায় এ সময় বক্তারা আগামী ৪ মার্চ দলিল লেখক সমিতির কেন্দ্রিয় কাউন্সিলকে সফল করতে এবং নরসিংদীর সুযোগ্য সন্তান, জেলার গর্ব বাংলাদেশ দলিল লেখক সমিতির পরপর চারবারের নির্বাচিত সভাপতিকে পুনরায় সভাপতি নির্বাচিত করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
সভায় নরসিংদী সদর দলিল লেখক সমিতির নিজস্ব ভবনের জন্য জমি কয়ের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার অর্থ সংগ্রহের বিষয়ে আলোচনা করার পর অর্থ সংগ্রহের বিষয়ে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেওয়া হয়।।