সব
facebook raytahost.com
নরসিংদীতে দলীয় নেতাকর্মীদের জেলা তাঁতীলীগে সদস‍্য সচিব হিরু সরকারের জন্মদিন পালন – Holypennews

নরসিংদীতে দলীয় নেতাকর্মীদের জেলা তাঁতীলীগে সদস‍্য সচিব হিরু সরকারের জন্মদিন পালন

নরসিংদীতে দলীয় নেতাকর্মীদের জেলা তাঁতীলীগে সদস‍্য সচিব হিরু সরকারের জন্মদিন পালন

মানাবেন্ড রায়
নরসিংদীতে জেলা তাঁতীলীগের সদস‍্য সচিব হিরু সরকারের জন্মদিন পালন করেছে দলীয় নেতাকর্মীরা। রবিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরে সূতাপট্টির মোড়স্থ হিরু সরকারের কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে দলীয় নেতাকর্মীরা কেক কেটে প্রিয় নেতার জন্মদিন পালন করেন।
জেলা তাঁতীলীগের সদস‍্য সচিব হিরু সরকারের জন্মদিন  উপলক্ষ‍্যে বিকেল থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হিরু সরকারের কার্যালয়ে এসে জমায়েত হতে থাকে। প্রিয় নেতার জন্মদিন উপলক্ষ‍্যে নেতাকর্মীরা কার্যালয়ে এসে হিরু সরকারকে মিষ্টিমুখ করান।  রাত সাড়ে ৮টার দিকে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে জন্মদিনের কেক কাটা হয়। পরে উপস্থিত নেতাকর্মীরা হিরু সরকারের জন্মদিনের কেক একে অপরকে মুখে তুলে খাইয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন শহর  তাতীলীগ  সভাপতি জাকির  হোসেন,  সাধারণ সম্পাদক মো. রাজন মিয়া, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর  পরিষদ  প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ করিম সরকার রাজা, জেলা তাঁতীলীগের সদস‍্য রুমেল সাহা, ব্যাংকার সূর্য সাহা ও ডা. ইফতেখার আহমেদ অভিসহ জেলা, উপজেলা ও শহর তাঁতীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে জেলা তাঁতীলীগের এই নেতার জন্মদিনে তার  দীর্ঘায়ু ও আগামীদিনের সাফল‍্যতা কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ‍্য, জেলা তাঁতীলীগের সদস‍্য সচিব হিরু সরকার  নরসিংদী শহরে পশ্চিম দত্তপাড়া মহল্লার সম্ভ্রান্ত সরকার পরিবারের সন্তান। তার মরহুম পিতা হাবীবুর রহমান হান্নান সরকার জনগণের রায়ে নরসিংদী সদর উপজেলা পরিষদের  চেয়ারম‍্যান নির্বাচিত হন। তিনিই নরসিংদী সদর উপজেলার প্রথম নির্বাচিত চেয়ারম‍্যান। চাচা মরহুম আব্দুল মতিন সরকার নরসিংদী পৌরসভার পর পর দুইবার চেয়ারম‍্যান ও মেয়র নির্বাচিত হন।
হিরু সরকার বঙ্গবন্ধু আদর্শকে বুকে ধারন করে গনতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে ছাত্র জীবন থেকে আওয়ামী ঘরণার  রাজনীতিতে সম্পৃক্ত থেকেছেন। এর আগে তিনি অত‍্যন্ত নিষ্ঠার সাথে বাংলাদেশ আওয়ামী মৎসজীবি লীগের নরসিংদী জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। পরে বাংলাদেশ তাঁতীলীগের নরসিংদী শহর শাখার আহবায়কের দায়িত্ব পালন করেন। সর্বশেষ বিগত ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি নরসিংদী জেলা তাঁতীলীগের নতুন কমিটির অনুমোদন দেওয়া হলে ওই কমিটির সদস‍্য সচিব হিসেবে দায়িত্বভার ন‍্যাস্ত হয় হিরু সরকারের উপর। সেই থেকে হিরু সরকার অত‍্যন্ত নিষ্ঠার সাথে দলীয় কর্মকান্ডে অংশগ্রহণ করে আসছে। পাশাপাশি নিজের মেধা ও প্রজ্ঞার দিয়ে  জেলায় তাঁতী লীগে সাংগঠনিক ভীত মজবুত ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে কমিটি গঠনসহ মুজিব আদর্শের সৈনিকদের জননেত্রী শেখ হাসিনার পতাকা তলে ঐক‍্যবদ্ধ করে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন :

নরসিংদীর মাধবদীতে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের পায়তারা 

নরসিংদীর মাধবদীতে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের পায়তারা 

নরসিংদীতে রাজধানী টিভির দ্বিতীয় জন্মদিন পালিত

নরসিংদীতে রাজধানী টিভির দ্বিতীয় জন্মদিন পালিত

সমকাল প্রতিনিধি নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত; সুহৃদের ফুলেল শুভেচ্ছা

সমকাল প্রতিনিধি নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত; সুহৃদের ফুলেল শুভেচ্ছা

নরসিংদীর সাংবাদিক নূরুল ইসলাম নূরচান ও তাঁর সাহিত্যকর্ম

নরসিংদীর সাংবাদিক নূরুল ইসলাম নূরচান ও তাঁর সাহিত্যকর্ম

নরসিংদীতে মাধবদী পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে শেখ রাসেল’র ৫৯তম জন্মবার্ষিকী পালিত 

নরসিংদীতে মাধবদী পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে শেখ রাসেল’র ৫৯তম জন্মবার্ষিকী পালিত 

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com