সব
facebook raytahost.com
আলীজান জেএম একাডেমির ৪০ বছরপূর্তিকে সামনে রেখে ব‍্যাচ-৯০’র বন্ধুদের নৌবিহার – Holypennews

আলীজান জেএম একাডেমির ৪০ বছরপূর্তিকে সামনে রেখে ব‍্যাচ-৯০’র বন্ধুদের নৌবিহার

আলীজান জেএম একাডেমির ৪০ বছরপূর্তিকে সামনে রেখে ব‍্যাচ-৯০’র বন্ধুদের নৌবিহার

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ৩২ বছর পর নরসিংদীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আলীজান জে এম একাডেমীর এসএসসি ব‍্যাচ-৯০’র স্কুল জীবনের  বন্ধুরা  প্রাণের উচ্ছাসে মিলেছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর)  ব‍্যাচ-৯০’র বন্ধুরা এক নৌবিহারে মধ‍্যদিয়ে প্রাণের উচ্ছাসে মেতে উঠে ।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় নরসিংদী লঞ্চঘাট থেকে বন্ধুদের অজানা উদ্দেশ‍্যে মেঘনায় নৌকা ভাসায়। দীর্ঘ ৩২ বছর পর স্কুল জীবনের  বন্ধুদের কাছে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়ে। এসময় একে অপরকে জড়িয়ের ধরিয়ে নিজের মধ‍্যে কৌশল বিনিময় করেন। দীর্ঘ ৩২ বছর পর স্কুল জীবনের বন্ধুদের কাছে আনন্দে পানি ধরে রাখতে পারেনি। এ এক নিদারুন দৃশ‍্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না।

আলীজান জে এম একাডেমীর ৪০বছরপূর্তি অনুষ্ঠানকে সামনে রেখে ব‍্যাচ-৯০’র বন্ধুদেরকে মানুষিকভাবে  উদ্জীবিত করতে এই  নৌবিহারের আয়োজন।

ব‍্যাচ-৯০’র বন্ধুদেরবহনকারীরা নৌকাটি ভাসতে ভাসতে নরসিংদী সদর উপজেলার গৌরিপুরার চরে এসে থামে। নৌকার মাঝি নোঙ্গর গাড়লে সেখানে যাত্রা বিরতি দেওয়া বন্ধুরা একে একে নিচে নেমে আসে।

আলীজান জে এম একাডেমীর এসএসসি ব‍্যাচ-৯০’র পদভারে যেন জেগে উঠে গৌরিপুর চর। নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে বন্ধুরা। কে ছেলে কে মেয়ে কোন ভেদাভেদ না রেখে এক মাতাল উম্মাদনা ভাসতে থাকে। বন্ধুদের নাচ-গান আর আনন্দ-উল্লাসে গৌরিপুর  চর ও এর চারপাশের বাতাস ভারী হয়ে উঠে।

রান্না-বান্না দুপুরের খাবার  সেরে বন্ধুরা আবারও নাও ভাসায় অজানার উদ্দেশ‍্যে। ভাসতে ভাসতে ব্রাহ্মনবাড়ীয়া জেলার ছলিমগঞ্জের মরিচাকান্দি ঘাটে মাঝি নৌকা ভিড়ায়। সেখানে চা বিরতি শেষে ব‍্যাচ-৯০’র বন্ধুদের নিয়ে নরসিংদীর উদ্দেশ‍্যে যাত্রা  করে মোকারক মাঝি।

এসময় স্কুল জীবনের স্মৃতিচারন করেন দেশের এক সময়কার বরেণ‍্য ফুটবলার বন্ধু আবদুল্লাহ আল মুজাহিদ সোহেব, নরসিংদীর খাস খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি বন্ধু শাহাদাৎ হোসেন রাজু, তাজ ডেকারেটরের সত্বাধিকারী বন্ধু শহিদুল ইসলাম, বন্ধু আলমগীর হোসেন, বন্ধু সোহেল শহীদ, বন্ধু মাহবুব হোসেন, বন্ধু জাকির হোসেনসহ অন‍্যান‍্যরা।

সন্ধ‍্যার সাথে সাথে ব‍্যাচ-৯০’র বন্ধুদের বহনকারী মোবারক মাঝির নৌকা এসে নরসিংদী লঞ্চঘাটে এসে ভীড়ে। নৌবিহারে অংশ নেওয়া বন্ধুদের মনে অজান্তেই বেজে উঠে বিদায়ের সুর। সবাই সবার সাথে বিদায় নিয়ে চলে যার যার গন্তব‍্যে। শুধু রেখে সকাল থেকে সন্ধ‍্যা পর্যন্ত  সারাদিন সেই স্কুল জীবনের বন্ধুদের সাথে কাটানো ব্লিরল সেই স্মৃতি গুলো।

আপনার মতামত লিখুন :

নরসিংদীর মাধবদীতে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের পায়তারা 

নরসিংদীর মাধবদীতে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের পায়তারা 

নরসিংদীতে রাজধানী টিভির দ্বিতীয় জন্মদিন পালিত

নরসিংদীতে রাজধানী টিভির দ্বিতীয় জন্মদিন পালিত

সমকাল প্রতিনিধি নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত; সুহৃদের ফুলেল শুভেচ্ছা

সমকাল প্রতিনিধি নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত; সুহৃদের ফুলেল শুভেচ্ছা

নরসিংদীর সাংবাদিক নূরুল ইসলাম নূরচান ও তাঁর সাহিত্যকর্ম

নরসিংদীর সাংবাদিক নূরুল ইসলাম নূরচান ও তাঁর সাহিত্যকর্ম

নরসিংদীতে মাধবদী পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে শেখ রাসেল’র ৫৯তম জন্মবার্ষিকী পালিত 

নরসিংদীতে মাধবদী পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে শেখ রাসেল’র ৫৯তম জন্মবার্ষিকী পালিত 

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com