নরসিংদী প্রতিরিনিধি: নরসিংদীর পালাশে সংস্কৃত ভাষা ও গীতা উচ্চারণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা রাবান শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে বাংলাদেশ গীতা শিক্ষা কার্যক্রমের উদ্যোগে দুইদিন ব্যাপী এ আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি শিশির চৌধুরী, সাধারণ সম্পাদক স্বপন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক অমর দাস, সহ যুগ্ম সম্পাদক উত্তম ভৌমিক, কোষাধ্যক্ষ অমিত বসু, সহ-প্রচার সম্পাদক সজীব রায়, শিক্ষা ও সাংস্কৃতিবিষয়ক সম্পাদক ভাপন মিত্র, প্রণয় দাস, সহ-দপ্তর সম্পাদক সজীব ভৌমিক প্রমূখ্য। ভারতের বৃন্দাবন থেকে পন্ডিত শ্রী রঘুনাথ দাস শাস্ত্রীজী মহারাজ সংস্কৃত ভাষা ও গীতা উচ্চারণ প্রশিক্ষণ দেন।
এতে অংশ নেয় নরসিংদী ও গাজিপুর জেলা বিভিন্ন স্কুল থেকে ৫ থেকে ১০ জন করে শিক্ষার্থীরা। দুইদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা শিক্ষা অফিসার শ্রী গৌতম মিত্র, রাবান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র দাসসহ অন্যান্যরা।