সব
facebook raytahost.com
নরসিংদীর মেহেরপাড়ায় চাঁদা না দেয়ায় ব্যাবসায়ী খুন, গ্রেফতার-১ – Holypennews

নরসিংদীর মেহেরপাড়ায় চাঁদা না দেয়ায় ব্যাবসায়ী খুন, গ্রেফতার-১

নরসিংদীর মেহেরপাড়ায় চাঁদা না দেয়ায় ব্যাবসায়ী খুন, গ্রেফতার-১

 

নিজস্ব প্রতিবেদকঃনরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নে চাঁদা দিতে অস্বীকার করায় নয়ন মিয়া (৩২)নামে এক ব্যাবসায়ী খুন হয়েছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহফূজ নামে একজনকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ।

বুধবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নরসিংদীর মাধবদী থানাধীন মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া উত্তর পাড়া এলাকার আক্তার মিয়ার দোকানের সামনে এ নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটে।
বর্তমানে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত নয়ন মিয়া চৌয়া উত্তর পাড়া এলাকার মানিক মিয়ার মেঝ ছেলে। সে পেশায় একজন ইট-বালু ব্যাবসায়ী।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে চিহ্নিত সন্ত্রাসী, একাধিক মামলার আসামি ও মাদক কারবারি শান্ত (২২) ও তার দলবল দীর্ঘদিন ধরে নয়নের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল কিন্তু নয়ন তাদেরকে চাঁদা দিতে অস্বীকার করে। এরই জের ধরে আজ সন্ধ্যায় নয়ন ইট- বালু বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে আক্তারের দোকানের সামনে পৌঁছলে ঘাতক শান্ত তার সন্ত্রাসী বাহিনী নিয়ে নয়নের উপর হামলা করে। এসময় শান্ত তার সাথে থাকা ছুরি দিয়ে নয়নের বুকে ছুরিকাঘাত করলে নয়ন মাটিতে লুটিয়ে পড়ে।
পরে এলাকাবাসী নয়নকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী বলেন,বিগত ইউপি নির্বাচনের পর থেকে এলাকার বখাটে ও ইয়াবা ব্যাবসায়ীরা মাথা চাড়া দিয়ে ওঠে। সন্ত্রাসীদৈর মদদ দাতা আতাউর রহমান ভূঁইয়া ও দানা মিয়ার নির্দেশে শান্ত বাহিনী এলাকায় পর পর ৫/৭ টি সন্ত্রাসী হামলা করে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। এব্যাপারে থানায় একাধিক অভিযোগ করলেও তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যাবস্থা গ্রহন না করার ফলে আজকের এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ও জানান তারা।

এব্যাপারে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের ছোট ভাই হেলাল মিয়া বলেন,দেড় মাস পূর্বে শান্ত,আশু,বদু, রবিউল ও রহিজ তাদের লিডার পুলিশের চার্জশিটভুক্ত বহু মামলার আসামি মেহেরপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য আতাউর রহমান ভূঁইয়া (৩৪) ও ৭নং ওয়ার্ড ইউপি সদস্য দানা মিয়ার নির্দেশে আমার ভাইকে তার মোটরসাইকেল সহ অপহরণ করে এক নির্জন স্থানে আটকে রেখে মোটা অঙ্কের চাঁদা দাবি করে।
পরে তাদের বস আতাউরের মধ্যস্থতায় ৩০ হাজার টাকা দেওয়ার শর্তে ভাইকে ছেড়ে দেয়। পরে নয়ন ভাই ছাড়া পেয়ে এসে এলাকার স্থানীয় ইউপি সদস্য তুহিন ও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিদের বিষয়টি জানায়।পরে তারা বিষয়টি নিয়ে আলোচনা করে ভাইয়ের কাছ থেকে আর টাকা চাইবে না বলে তুহিন মেম্বার আশ্বস্ত করে।

বস মেহেরপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য আতাউর রহমানের নির্দেশে আমার ভাইকে তার মোটরসাইকেল সহ অপহরণ করে এক নির্জন স্থানে আটকে রেখে মোটা অঙ্কের চাঁদা দাবি করে।

কিন্তু বিগত চার পাঁচদিন ধরে রবিউল পুনরায় চাঁদার টাকা চেয়ে বিরক্ত শুরু করে। চাঁদার টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
এরই জের ধরে আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইট-বালু বিক্রির টাকা নিয়ে নয়ন ভাই বাড়ি ফেরার সময় শান্ত ৫/৭ জনের একটি দল নিয়ে ভাইয়ের পিছু নেয়। আমি কোন দুর্ঘটনার আভাস আঁচ করতে পেরে দৌড়ে নয়ন ভাইয়ের কাছে পৌঁছার আগেই শান্ত তার সাথে থাকা ধারালো ছুরি দিয়ে ভাইয়ের বুকে আঘাত করে এতে মুহূর্তেই নয়ন ভাই মাটিতে লুটিয়ে পড়ে। আমি শান্তকে ধরতে গেলে সে আমাকে সজোরে আঘাত করে। পরে এলাকাবাসীর সহযোগিতায় নয়ন ভাইকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই রতন মিয়া কান্না বিজড়িত কন্ঠে বলেন, এর পূর্বে তারা আমাকে ও একাধিকবার চাঁদার জন্য মারধর করেছে। আজ তারা আমার ভাইকে হত্যা করে আমার দুটি মাসুম ভাতিজাকে এতিম করে দিয়েছে। এভাবে সন্ত্রাসীদের রাজত্ব আর কতদিন চলবে ? প্রশাসন ও জনপ্রতিনিধিদের ঘুম কি আর ভাঙ্গবেনা ? এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে তিনি তার ভাইয়ের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান ঘন্টার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার কথা শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে এর কারণ উদঘাটন করতে সক্ষম হই। কারণ উদঘাটন করতে গিয়ে জানতে পারি ঘটনার মূল হোতা শান্ত দীর্ঘদিন ধরে নয়নের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার আধাঘণ্টার মধ্যে মাহফুজ নামে এক জনকে গ্রেফতার করতে সক্ষম হই। ঘটনার মূল হোতা শান্তসহ সবাইকে অতি শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার মূল হোতা শান্ত ছাড়াও এর সাথে যারা যারা জড়িত আছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে বলে ও জানান তিনি। এসময় পুলিশ প্রশাসনের কাজের গঠনমূলক সমালোচনাসহ দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সকল প্রকার ভালো কাজে পাশে থেকে উৎসাহিত করতে সাংবাদিকদের অনুরোধ করেন তিনি।

আপনার মতামত লিখুন :

নরসিংদীর মাধবদীতে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের পায়তারা 

নরসিংদীর মাধবদীতে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের পায়তারা 

নরসিংদীতে রাজধানী টিভির দ্বিতীয় জন্মদিন পালিত

নরসিংদীতে রাজধানী টিভির দ্বিতীয় জন্মদিন পালিত

সমকাল প্রতিনিধি নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত; সুহৃদের ফুলেল শুভেচ্ছা

সমকাল প্রতিনিধি নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত; সুহৃদের ফুলেল শুভেচ্ছা

নরসিংদীর সাংবাদিক নূরুল ইসলাম নূরচান ও তাঁর সাহিত্যকর্ম

নরসিংদীর সাংবাদিক নূরুল ইসলাম নূরচান ও তাঁর সাহিত্যকর্ম

নরসিংদীতে মাধবদী পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে শেখ রাসেল’র ৫৯তম জন্মবার্ষিকী পালিত 

নরসিংদীতে মাধবদী পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে শেখ রাসেল’র ৫৯তম জন্মবার্ষিকী পালিত 

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com