সব
facebook raytahost.com
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি; ২ জেলের মৃতদেহ উদ্ধার – Holypennews

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি; ২ জেলের মৃতদেহ উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি; ২ জেলের মৃতদেহ উদ্ধার

র ঘটনায়

ডেস্ক রিপোর্ট

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন এলাকায় ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুবলার চরের দক্ষিণে জাহাজভাঙ্গা চর এলাকায় দুটি ট্রলারের ভেতর থেকে জেলে মামুন শেখ (৪০) ও ইসমাইল শেখের (৩০) মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

উদ্ধার হওয়া আল মামুন শেখ বাগেরহাটের বাসাবাটি এলাকার আনোয়ার শেখের ছেলে এবং ইসমাইল শেখ পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আজিজ খার ছেলে। তারা দুই জনই জেলে।

এর আগে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে বঙ্গোপসাগরে মাছ ধরার কাজে নিয়োজিত ১৮টি ফিশিং ট্রলার ডু্বে নিখোঁজ হন অন্তত ২৭ জেলে। শনিবার সকাল থেকে নিখোঁজ জেলে ও ট্রলার উদ্ধারে অভিযান শুরু করে বন বিভাগ, কোস্টগার্ড ও জেলেরা।

উদ্ধারকৃত মামুন শেখ এফবি মা-বাবার দোয়া ট্রলারে এবং ইসমাইল শেখ এফবি জামিলা নামক ট্রলারে ছিলেন। হঠাৎ উল্টে যাওয়ায় মামুন ও ইসমাইল ট্রলারের পাটাতনের মধ্যে ঢুকে যান। পরে আর বের হতে পারেননি।

এছাড়া এখনো কয়েকটি ট্রলার নিখোঁজ রয়েছে। ওইসব ট্রলারেও বেশ কিছু জেলে ছিলেন। তারা কী অবস্থায় আছেন- সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। জীবিত উদ্ধার হওয়া জেলেরাও নিখোঁজ ট্রলারের বিষয়ে কোনো কিছু জানাতে পারেননি।

অন্যদিকে শনিবার বিকেলে আবদুল্লাহ, রাজু শেখ, ও ইয়াকুব আলী নামে তিন জেলেকে বঙ্গোপসাগর এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বনবিভাগের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় জানান, শুক্রবার রাত ১০টার দিকে আকস্মিক ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ১৮টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ওইসব ট্রলারে থাকা অধিকাংশ জেলে সাঁতরিয়ে ও অন্য ট্রলারের সহায়তায় রাতেই জীবিত উদ্ধার হন। তারপরও বেশ কয়েকজন জেলে নিখোঁজ হন। শনিবার সকালে বনবিভাগ, দুবলা ফিসারম্যান গ্রুপ, কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে দুবলার চর থেকে ৪৫ কিলোমিটার দূরে গভীর সাগর থেকে দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো  ১২ জেলে নিখোঁজ রয়েছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, হঠাৎ করে বৃষ্টি ও ঝড় আঘাত হানে সুন্দরবনের বিভিন্ন চরে। বৃষ্টির ফলে শুকাতে দেওয়া প্রায় দুই কোটি টাকার শুঁটকি নষ্ট হয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া ঝড়ের কবলে পড়ে ১৮টি ট্রলার ডুবে যায়। এসব ট্রলারে থাকা ১৫৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

নরসিংদীতে রাজধানী টিভির দ্বিতীয় জন্মদিন পালিত

নরসিংদীতে রাজধানী টিভির দ্বিতীয় জন্মদিন পালিত

সমকাল প্রতিনিধি নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত; সুহৃদের ফুলেল শুভেচ্ছা

সমকাল প্রতিনিধি নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত; সুহৃদের ফুলেল শুভেচ্ছা

নরসিংদীর সাংবাদিক নূরুল ইসলাম নূরচান ও তাঁর সাহিত্যকর্ম

নরসিংদীর সাংবাদিক নূরুল ইসলাম নূরচান ও তাঁর সাহিত্যকর্ম

নরসিংদীতে মাধবদী পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে শেখ রাসেল’র ৫৯তম জন্মবার্ষিকী পালিত 

নরসিংদীতে মাধবদী পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে শেখ রাসেল’র ৫৯তম জন্মবার্ষিকী পালিত 

মাধবদীতে বোর্ড মিলের বর্জ্য ও কালো ধোঁয়ায় পরিবেশ দুষণের অভিযোগ

মাধবদীতে বোর্ড মিলের বর্জ্য ও কালো ধোঁয়ায় পরিবেশ দুষণের অভিযোগ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com