নরসিংদী প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে নরসিংদীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে জেলার সাহেপ্রতাপ এলাকায় ঢাকা- সিলেট মহাসড়কের পাশে নরসিংদী আন্ত:জেলা সড়ক পরিবহন মালিক সমিতির এ আয়োজনে এ দোয়া অনুষ্ঠিত হয়।
নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধার সভাপতিত্বে দোয়া মাহফিলে সংগঠনের সদস্যরাসহ দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান বলেন, বেগম খালেদা জিয়া কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি। তিনি রাজনীতি করেছেন দেশের জন্য, গণতন্ত্র পূনপ্রতিষ্ঠার জন্য।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া আরাম আয়েশের রাজনীতি করেননি, দলের নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথে ছিলেন। বাংলাদেশের মানুষ উনাকে ভালোবেসে এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে ছিলেন। তিনি ছিলেন এ দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনি তিন তিন বার দেশের এই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন। এদেশে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠায় তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন।
সভাপতির বক্তব্যে নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা বলেন, সারাদেশ আজ বেগম খালেদা জিয়াকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় আছে। দেশের মানুষ নেত্রীর সুস্থতা কামনা করে দোয়া করছে। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এই দেশকে, এই জাতিকে পথ নির্দেশনা দেন।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা যুব দলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, পলাশ উপজেলা যুবদলের সভাপতি নেসার উদ্দিন, নরসিংদী আন্ত:জেলা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সা. সম্পাদক ও পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাচ্চু মিয়া, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সা. সম্পাদক তারিক হোসেন রানা, সংগঠনের দপ্তর সম্পাদক মওদুদ আহমেদ,, পাঁচদোনা ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম গাজী ও নির্বাহী সদস্য সজল মিয়া।
দোয়া পরিচালনা করেন সাহেপ্রতাপ মাদ্রাসার মুয়াততালিন মজিবুর রহমান নোমানি।


