নিজস্ব প্রতিবেদক
চির নিদ্রায় শায়িত হলেন নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক (৭০)। বুধবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩ টায় তার নিজ গ্রাম রাধানগরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দেশে এই বীরকে শায়িত করা হয়। দেশের এই বীর সন্তানে চির বিদায়ে রাষ্ট্রীয় সম্মাননা প্রদর্শন করা হয়।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন ।
এর আগে সকাল ১১টায় রায়পুরা উপজেলা পরিষদ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানার পূর্বক্ষণে দেশের বীর সন্তানকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়।
প্রসঙ্গত, আব্দুস ছাদেক বিগত তিন মাস যাবৎ অসুস্থ ছিলেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর)
বেলা ১১ দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি উপজেলা চেয়ারম্যান হওয়ার আগে রাজনীতিতে সম্পৃক্তসহ রাধানগর ইউনিয়ন থেকে ৪ বার নির্বাচিত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
পাশাপাশি তিনি দীর্ঘদিন যাবত উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বিগত উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়। বিদ্রোহী প্রাথী হয়ে নির্বাচনে অংশ নেওয়া তাকে দলীয় পদ হারাতে হয়। উপজেলা চেয়ারম্যান আব্দুস ছাদেক ১৯৭১ সালে দেশমাতৃকার টানে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়।
জেলার এই বর্ষীয়ান রাজনীতিবীদের মৃত্যুতে নরসিংদী-৫ আসনের সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি, উপজেলা প্রশাসনসহ কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ শোক জ্ঞাপন করেছেন।
নিহত চেয়ারম্যানের প্রথম জানাজায় অংশ নেন নরসিংদী-৫ আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি, নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: মনির হোসেন ভুইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক রেজুয়ান সিদ্দিক, উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: আজগর হোসেন, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভুইয়া। রায়পুরা পৌরসভা মেয়র জামাল মোল্লা ও ভৈরব পৌরসভা মেয়র ইফতেখার হোসেন বেনু। নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, রায়পুরা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসাইন প্রমূখ।