সব
facebook raytahost.com
ঢাকা প্রবেশ পথে ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশিচৌকি; গাড়ী থামিয়ে যাত্রীদের জিজ্ঞেসাবাদ | Holypennews

ঢাকা প্রবেশ পথে ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশিচৌকি; গাড়ী থামিয়ে যাত্রীদের জিজ্ঞেসাবাদ

ঢাকা প্রবেশ পথে ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশিচৌকি; গাড়ী থামিয়ে যাত্রীদের জিজ্ঞেসাবাদ

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীতে ঢাকা প্রবেশ পথে ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশিচৌকি বসিয়ে বিভিন্ন গণপরিবহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞেসাবাদ করছে পুলিশ। এতে অনেক যাত্রীই আতঙ্কগ্রস্থ হয়ে হয়রানি শিকার হচ্ছে। মহাসড়কে চলাচলরত ঢাকাগামী যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি থামিয়ে যাত্রীদের কাছে জানতে চাওয়া হচ্ছে, কোথায় যাচ্ছে? কেন যাচ্ছে? এ ছাড়া শহরের রেলস্টেশন, লঞ্চঘাট ও বাসস্ট্যান্ডে আরও তিনটি তল্লাশিচৌকি বসানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায় , ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে সামনে রেখে পরিকল্পনার অংশ হিসেবে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানার মোড় ও সাহেপ্রতাব এলাকায় পুলিশের এ বিশেষ তল্লাশিচৌকি বসানো হয়। এ ছাড়া রেলস্টেশন, লঞ্চঘাট ও বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় আরও তিনটি তল্লাশিচৌকি স্থাপন করা হয়েছে।

১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীরা যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে, তার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। ১০ ডিসেম্বর দুপুর পর্যন্ত দিনরাত ২৪ ঘণ্টা এসব তল্লাশিচৌকিতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।

মহাসড়কের নরসিংদী জেলখানার মোড় এলাকায়
সরেজমিনে নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশীদের নেতৃত্বে একদল পুলিশ ওই তল্লাশিচৌকিতে দায়িত্ব পালন করতে দেখা যায়। কয়েকজন পুলিশ সদস্য গণপরিবনগুলোকে হাতের ইশারায় থামাচ্ছেন। থামানোর পর অন্য কয়েকজন ভেতরে গিয়ে যাত্রীদের নানা প্রশ্ন করতে দেখা গেছে। উত্তর সন্তোষজনক হলে তাঁদের যেতে দেওয়া হচ্ছে। এ সময় ঢাকাগামী গণপরিবহন গুলোকেই শুধু মাত্র থামাতে দেখা গেছে। অন‍্যদিকে বিপরীত দিক থেকে আসা গণপরিবহনগুলোকে নির্বিঘ্নে যাতায়াত করতে দেখা যায়।

নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ জানায়, তল্লাশিচৌকির সংখ্যা আরও বাড়ানো হবে। ‘১০ ডিসেম্বর পর্যন্ত তল্লাশিচৌকিগুলোতে আমরা দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করব। তল্লাশি চক্ষু চৌকি গুলোতে এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের্ত ফরহাদ হোসেন নামে এক যাত্রী বলেন হঠাৎ করে পুলিশ বাসে ওঠে যাত্রীদের কোথায় যাচ্ছেন? কেন যাচ্ছেন এমন প্রশ্নে আমরা যাত্রীরা অনেকটা আতঙ্কিত হয়ে পড়ি। একটা স্বাধীন দেশে তল্লাশির নামে যাত্রীদের এধরনের হয়রানি আদৌ কাম্য নয়।

কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা শাহ আমানত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের বাস চালক কামাল হোসেন বলেন ‘গত দুদিন ধরে মহাসড়কের বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশিচৌকি বসিয়ে হাতের ইশারায় বাসগুলোকে থামায়। পরে পুলিশ সদস্যরা বাসে ঢুকে যাত্রীদের জিজ্ঞেস করা হচ্ছে কোথায় যাচ্ছেন? কেন যাচ্ছেন? ঢাকায় তাদের কি কাজ? যাত্রীদের কাছ থেকে সদোত্তর পেয়ে আবার তারা নেমে যায়। এসময় অনেক যাত্রীই আতঙ্কগ্রস্থ হয়ে ঠিকভাবে উত্তর দিতে পারেনা। এ নিয়ে তিন নাম্বার তল্লাশিচৌকিতে আছি। এর আগে আরও দুটি তল্লাশিচৌকি পাড় হয়ে এসেছি। ঢাকা পৌছার আগ পর্যন্ত আমার জানামতে আরো দুটি (তবে বেশিও হতে পারে) তল্লাশিচৌকির মুখোমুখি হতে হবে আমার যাত্রীদের।’

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
এইচটিআই কর্তৃক বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ঔষধ এবং পরামর্শ প্রদান

এইচটিআই কর্তৃক বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ঔষধ এবং পরামর্শ প্রদান

প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার উপহার দিয়ে সহেযািগতার হাত বাড়িেয়ে দিলেন ইউএনও

প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার উপহার দিয়ে সহেযািগতার হাত বাড়িেয়ে দিলেন ইউএনও

রাজশাহী বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

রাজশাহী বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

বালু উত্তোলন বন্ধে জনসচেতনতায়; সুইমিং প্রতিযোগিতার পক্ষে প্রচারণায় সংবাদ সম্মেলন

বালু উত্তোলন বন্ধে জনসচেতনতায়; সুইমিং প্রতিযোগিতার পক্ষে প্রচারণায় সংবাদ সম্মেলন

এবােরর বর্ষবরণে বন্দিদের খাবার তালিকায় ছিল পান্তা-ইলিশ

এবােরর বর্ষবরণে বন্দিদের খাবার তালিকায় ছিল পান্তা-ইলিশ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com