নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে এক মাদরাসার ১২ বছর বয়সী শিশু ছাত্রীকে ধর্ষণের ঘটনায় নারায়ণ চন্দ্র পাল (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর সদস্যরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে কুমিল্লা জেলার বুড়িচং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারায়ণ চন্দ্র পাল শিবপুর উপজেলার কুন্দারপাড়া গ্রামের মৃত সুভাষ চন্দ্র পালের ছেলে।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে র্যাব-১১ এর নরসিংদী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ নরসিংদীর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১২ বছরের এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর থেকে আসামি গ্রেফতারে মাঠে নামে র্যাব-১১ এর নরসিংদীর সদস্যরা। পরে গোপন সংবাদে কুমিল্লা জেলার বুড়িচং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ দিকে মাদরাসা শিক্ষার্থী ধষর্ণের ঘটনায় বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ধর্ষক নারায়ণ চন্দ্র পালের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এর আগে গত মঙ্গলবার (৮ এপ্রিল) শিবপুরের বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামে ১২ বছরের ওই শিশুকে ধান খেতের পাশে ধর্ষণ করে অভিযুক্ত নারায়ণ চন্দ্র পাল। ধর্ষণ শেষে শিশুটি সেখানে ফেলে রেখে পালিযে যায় ধর্ষক নারায়ণ চন্দ্র। পরে ধর্ষণের ঘটনায় শিবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন ওই শিক্ষার্থীর বাবা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
Copyright © 2025 Holypennews. All rights reserved.