টাঙ্গাইল প্রতিনিধি
বিশ্ব ভালোবাসা দিবসে যখন সবাই প্রিয়জনদের সঙ্গে ঘুরে বেড়ান, নেচে গেয়ে উল্লাস করেন ঠিক তখনই অন্যরকম এক ভালোবাসার নজির স্থাপন করলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভালোকুটিয়া গ্রামের যুবক পাভেল প্রামাণিক। ভালোবাসা দিবসের আনন্দ একা উপভোগ না করে শতাধিক এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য বিশেষ মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন তিনি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর উপজেলার গোবিন্দাসী কবরস্থান নূরানী হাফেজিয়া আদর্শ মাদরাসার শতাধিক শিক্ষার্থীর জন্য এই ভোজের আয়োজন করা হয়। পোলাও, গরুর মাংস, বুটের ডাল, ডিম ও দইসহ উন্নত খাবারের ব্যবস্থা করেন তিনি।
শুধু খাবার পরিবেশনই নয়, পাভেল প্রামাণিক শিক্ষার্থীদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন এবং পরে নিজ হাতে খাবার পরিবেশন করেন। শিশুদের মুখে হাসি ফুটিয়ে ভালোবাসা দিবস উদযাপন করাকেই তিনি আনন্দের সত্যিকার রূপ হিসেবে দেখেন।
মাদরাসার শিক্ষার্থীরা বলেন, আমরা অনেক আনন্দ পেয়েছি, এমন খাবার সব সময় পাই না। পাভেল ভাই আমাদের সঙ্গে সময় কাটিয়েছেন, এতে আমরা খুব খুশি।
উদ্যোক্তা পাভেল প্রামাণিক বলেন, ভালোবাসা মানে কেবল বিশেষ একজনের প্রতি অনুভূতি নয়, ভালোবাসা মানে মানবিকতা ও সহমর্মিতা। এই কোরআনের পাখিদের মুখে হাসি ফোটানোর মাধ্যমে ভালোবাসা দিবস উদযাপন করাটাই আমার কাছে সবচেয়ে আনন্দের।
গোবিন্দাসী কবরস্থান নূরানী হাফেজিয়া আদর্শ মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মো. জাহিদুল ইসলাম বলেন, এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের অন্যদেরও উচিত এভাবে এগিয়ে আসা, যাতে অসহায় শিশুরা ভালোবাসা ও সহানুভূতি পায়।
ভালোবাসা দিবস মানে কেবল নিজের প্রিয়জনকে সময় দেওয়া নয়, বরং সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানোও ভালোবাসার এক অনন্য রূপ। পাভেল প্রামাণিকের এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজে ইতিবাচক বার্তা দেবে এবং অন্যদেরও মানবতার সেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
Copyright © 2025 Holypennews. All rights reserved.