মো. মাছুম ভূঁইয়া, বেলাব
নরসিংদীর বেলাবতে প্রাক্তন দুই প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার চন্দনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ আফ্রাদ এবং হাড়িসাংগান সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা শিরিন সুলতানার অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে এবং কমিটির সভাপতি মো. অলি উল্লার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী খন্দকার আব্দুস শাকুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার খন্দকার আঃ রউফ, বিশিষ্ট সমাজসেবীকা আন্জুমানারা বেগম, বাজনাব ইউপি চেয়ারম্যান খন্দকার মোখলেছুর রহমান, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ খন্দকার তরিকুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক মেরাজ মাহমুদ মিরাজ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. রাজি উদ্দিন ভূঁইয়া, সদ্যবিদায়ী শিক্ষিকা মাহফুজা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শেখ মো. সোহেল রানা, জেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য মো. মেরাজুল ইসলাম ভূঁইয়া মাছুম, ইউপি সদস্য করিম খন্দকারসহ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
Copyright © 2025 Holypennews. All rights reserved.