নরসিংদী প্রতিনিধি
ফেনী ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বন্যার্তদের সহায়তার লক্ষ্যে পথকনসার্ট করেছে নরসিংদীতে সংস্কৃতিকর্মীরা। নরসিংদী রেলওয়ে স্টেশনের ২ নং প্লাটফর্ম এলাকায় শুক্রবার (২৩ আগস্ট)বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত জেলার অর্থশত সংস্কৃতিকর্মী এ পথকনসার্টে অংশ নেয়।
"আমার সোনার বাংলা," "জাত গেল জাত গেল বলে" সহ বিভিন্ন দেশাত্মবোধক, লালন আর ভাটিয়ালী গানে গলা মেলায় সংস্কুতিকর্মীরা। বন্যায় স্বপ্ন ভাসে নামে ৫ মিনিট ব্যাপ্তির একটি পথনাটকও প্রদর্শন করে সংস্কৃতিকর্মীরা।
একই সময় চলে ভাসমান বুথে ( বক্সে) বন্যার্ত মানুষের সহায়তায় টাকা উত্তোলন। ১০ টাকা থেকে শুরু করে ৫ শ টাকা পর্যন্ত নগদ অর্থ নিয়ে এগিয়ে আসে পথচারীরা।
গান গেয়ে উত্তোলিত অর্থ দিয়ে ঔষুধ ও শুকনো খাবার কেনার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ প্রদান করা হবে বলে জানায় সংস্কৃতিকর্মীরা।
মিজানুর রহমান নামে এক সংস্কৃতি কর্মী জানান, আজ ২০ হাজার টাকার বেশি নগদ অর্থ সংগ্রহ হয়েছে।
নরসিংদী ব্যান্ড মিউজিক এসোসিয়েশনের সভাপতি এম এ কাদের সঞ্চয় বলেন, আমরা মানুষের পাশে থাকতে চাই। সেই লক্ষ্যেই নরসিংদীর সংস্কৃতিকর্মীরা আজ একত্রিত হয়েছে৷
মুক্তধারা নাট্য সম্প্রদায়ের সাধারন সম্পাদক হাসান মাহমুদ সনেট বলেন, এরকম আয়োজন জেগে ওঠতে শেখায়। সংস্কৃতিকর্মীরা বরাবরই দেশের পাশে থাকে, মানুষের পাশে থাকে। এই আয়োজন একটু হলেও ঘুচাবে বানভাসী মানুষদের।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
Copyright © 2025 Holypennews. All rights reserved.