প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ১২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২২, ৭:১৩ অপরাহ্ণ
পলাশে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

পলাশ প্রতিনিধি
নরসিংদীর পলাশে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে সামাজিক-সম্প্রীতির এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সামাজিক সম্প্রীতির এই সমাবেশে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মন্টু, উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি কার্তিক গুহ ও পেশ ইমাম মুফতি আব্দুল ওয়াকিল প্রমুখ।
উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার দিলরুবা ইয়াসমিনের সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে অংশ গ্রহন করেন উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতা, সাংবাদিক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
Copyright © 2025 Holypennews. All rights reserved.