নরসিংদী প্রতিনিধি
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) সকাল ৯টা কলেজ প্রাঙ্গণে এ আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
কোরআন থেকে তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। কোরআন থেকে তিলাওয়াত করেন কলেজের বিজ্ঞান শাখা, ২য় বর্ষের ছাত্র মো. সিয়াম মৃধা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ গভর্নিং বডি সভাপতি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।
নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ নকশিসের সভাপতি ড. মশিউর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পরিচালক মো. ওমর ফারুক, নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম, নরসিংদীর শীলমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিনা বেগম ও নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান, সাহেপ্রতাপ এলাকার সমাজসেবক ফারুক সরকার, এটিএন নিউজ ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি বেনজির আহমেদ বেনু এবং সাহেপ্রতাপ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা সাদেকুর রহমান।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য-রাখেন কলেজের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আবদুল বাতেন। এসময় কলেজের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মানবিক শাখার প্রধান আহমুদুল কবির ফরহাদ ও বিজ্ঞান শাখার প্রধান কে এম সারোয়ার জাহান।
বিদায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ ও প্রদান করেন কলেজের বিজ্ঞান শাখা ২য় বর্ষের মিক্ষার্থী ইসরাত জাহান ইমা্। এসময় তার হাত থেকে মানপত্রটি গ্রহন করেন ২০২৫ সালের বিজ্ঞান শাখার পরীক্ষার্থী মেহেনাজ রহমান।
আলোচনা সভায় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলেজের বিজ্ঞান শাখার ২য় বর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম অপু, মানবিক শাখার ২য় বর্ষের মারিয়া আক্তার ও ব্যবসায় শিক্ষা শাখার ২য় বর্ষের সাদিয়া আক্তার ইভা।
পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মানবিক শাখার শিক্ষার্থী নূরে জান্নাতুল, ব্যবসায় শিক্ষা শাখার তাসলিমা আক্তার, বিজ্ঞান শাখার আদিব, রাফিউন হাসান খান আরাফ, মোসা: সুরাইয়া আক্তার ও তাসনিম রশিদ সাবেরা
আলোচনা সভা শেষে নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা দোযা করা হয়। দোয়া পরিচালনা করেন সাহেপ্রতাব জামিয়া ইসলামিয়া দারুল উলুম মোহতামিম হযরত মাওলানা শাইখুল হাদিস মজিবুর রহমান নোমানী।