নিজস্ব প্রতিবেদক
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছে জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদাক মো. জাকারিয়া হোসাইন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শারদীয় দূর্গোৎসবের অষ্টমির দিনে জেলা চিনিশপুর ইউনিয়নে ৯নং ওয়ার্ডের ঘোড়াদিয়া এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি মন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন এবং মন্দির কমিটির সদস্যদের সাথে কুশল বিনিময় করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
তিনি দর্শনার্ৎী ও মন্দির কমিটির নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, “বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ভাই আপনাদের খোঁজখবর নিতে আমাদেরকে পাঠিয়েছেন। তার নির্দেশে আমরা আপনাদের জন্য সামান্য উপহার নিয়ে এসেছি। আপনারা উৎসবমুখর পরিবেশে দেবি দুর্গার আরাধ্য করবেন। আমরা সকল প্রকার সহযোগিতা দিতে আপনাদের পাশে আছি। যেকোনো সমস্যায় আমাদের স্মরণ করবেন। আমরা সর্বাত্মক সহযোগিতা করবো”
এই সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সোহেল মিয়া, ইউসুফ মিয়া,তুলিভ মাহমুদ আনোয়ার হোসেন, ফারুক মিয়া, আব্দুর রাজ্জাক মিয়া প্রমুখ।
পূজা মন্ডপ পরিদর্শনের সময় চিনিশপুর ইউনিয়ন বিএনপি, যুবদল,ছাত্রদল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
Copyright © 2025 Holypennews. All rights reserved.