নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে চরাঞ্চলের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী এবং হত দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শিক্ষা সামগ্রীর মধ্যে ছিলো, শিক্ষা সহায়ক খেলনা সামগ্রী, স্কুল ব্যাগ ও বাই সাইকেল।
সোমবার (১৪ জুলাই)) নরসিংদী সদর উপজেলা পরিষদের আয়োজনে করিমপুর ইউনিয়ন পরিষদ হল রুমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
২০২৪-২৫ অর্থ বছরে নরসিংদী সদর উপজেলা পরিষদের এডিপির বরাদ্দ থেকে উপজেলার ৩টি চর ইউনিয়ন বিভিন্ন সরকারি প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি এই সব শিশু-কিশোরদের হাতে ষ্কুল ব্যাগসহ বাইসাইকেল তুলে দেন নরসিংদী সদর
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার।
করিমপুর ইউনিয়ন পরিষদ প্রশাসক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে ও করিমপুর ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ ও সহকারি শিক্ষা কর্মকর্তা বিনা রাণী সরকার।
অনুষ্ঠানে উপজেলার চরাঞ্চলে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক খেলনা সামগ্রী, বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীর মাঝে স্কুল ব্যাগ, মাধমিকের মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং হতদরিদ্র মহিলাদের পুনর্বাসনের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলার চরাঞ্চলের শিক্ষার্থীদেরকে মানোন্নয়নে ও তাদেরকে লেখাপড়ায় মনযোগী করতে উপজেলা পরিষদের এমন উদ্যোকের ভূয়সী প্রসংশা করেন স্থানীয়রা।
অনুষ্ঠান শেষে করিমপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং পরিষদের বিভিন্ন সেবার বিষয়ে খোঁজ খবর নেন।


