নিজস্ব প্রতিবেদক
এইচএসসি পরীক্ষা-২০২৫ উপলক্ষ্যে সারাদেশের সকল শিক্ষার্থীর জন্য শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছে সাবেক সেনাকর্মকর্তা ও পেশাজীবীদের রাজনৈতিক দল 'জনতার দল'র সহযোগী ছাত্র সংগঠন 'ছাত্র জনতার দল'। দলের কেন্দ্রীয় সংগঠক মো.মাহবুব আলম এক বিবৃতিতে পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য, মনোযোগ, বিনয়ের সাথে নিজের মেধাকে প্রমাণের এই সুযোগকে কাজে লাগানোর আহবান জানান।
এ সময় তিনি বলেন-'এইচএসসি পরীক্ষার্থীরা আমাদের আগামী দিনের সারথী। আমরা চাই তাদের শিক্ষা জীবনের এই গুরুত্বপূর্ণ যাত্রা যেন দেশ, সমাজ, পরিবারের জন্য গৌরবের হয়। তারা যেন পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরের পাশাপাশি নিজের ব্যক্তিত্ব, সময়ানুবর্তিতা, শ্রদ্ধাবোধ, বন্ধুত্বপূর্ণ আচরণের পরীক্ষাও দিতে শেখে। সামাজিক মূল্যবোধ নিশ্চিত করে, সম্মানিত শিক্ষকদের প্রতি বিনয় রেখে তারা যেন তাদের আগামী দিনের যাত্রা অব্যাহত রাখে৷ ধৈর্য্যের সাথে সংকট মোকাবেলার শিক্ষা যেন তারা পায়৷ শিক্ষার্থীরা যেন আগামী দিনের জন্য নিজেদের যোগ্য হিসেবে তৈরি করে।'
বিবৃতিতে জানানো হয় -'ছাত্র জনতার দল'র পক্ষ থেকে সারাদেশে বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার্থীদের জন্য তথ্য সহায়তা ডেস্ক স্থাপন করা হয়েছে।
জানা যায়-'দেশের ৮ শিক্ষা বোর্ডের ও কারিগরি শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামীকাল ২৬ জুন শুরু হয়ে ১০ আগস্ট শেষ হবে। এবারের এইচএসসি পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে। নির্দিষ্ট দিনগুলোয় সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং বিকেলের পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৫৫ হাজারের বেশি, আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি এবং কারিগরি বোর্ডের অধীন পরীক্ষার্থী এক লাখ ৯ হাজারের বেশি। দেশের দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৫ জুন বুধবার ছাত্র জনতার দল'র কেন্দ্রীয় কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সংগঠক ফাহিম মুনতাসীর খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
Copyright © 2025 Holypennews. All rights reserved.