রাজশাহী প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে কিশোর অপরাধ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ৩ টায় সদর উপজেলায় পরিষদ মিলনায়তনে এ সভ অনুষ্ঠিত হয়।
সভাায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খিশোর গ্যা প্রতিরোধে বিভিন্ন সামাজিক দিকসহ মাদকের কুফল তুলে ধরেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাছমিনা খাতুন'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার, সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, সদর থানার উপ পরিদর্শক (এসআই) মো. কবির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. মাহমুদুজামান, এবং একাডেমিক শিক্ষা অফিসার আব্দুল আলিম।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনিরা রহমান'র সঞ্চালনায় সভায মুক্ত আলোচনায় অংশ নেন শেহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম লাকী, চকআলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল কালাম আজাদ এবং কৃষ্ণগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেসুর রহমান।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও উপজেলার অন্যান্য দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা কিশোর অপরাধ এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের করণীয় বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন এবং কিশোর গ্যাং প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলে এক সাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
Copyright © 2025 Holypennews. All rights reserved.