মহান বিজয় দিবস বাঙালি জাতির জন্য আত্মত্যাগী একটি দিন। রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতি ফিরে পেয়েছে স্বাধীনতা। দেশের উন্নয়নের বিশেষ ভূমিকা পালন করে আসছে আনসার বাহিনী। তারই ধারাবাহিকতায় ১৬ ই ডিসেম্বর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে কর্মরত আনসার বাহিনী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন আনসার ভিডিপির প্লাটুন কমান্ডার আব্দুল মান্নান ভূঁইয়া সহ বাহিনীর অন্য সদস্যরা।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আনসার বাহিনীর সদস্যদের কাছে বাঙালি জাতির গৌরবগাঁথা এই দিনের কথা তুলে ধরেন পিসি মান্নান। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।বঙ্গবন্ধুর নির্দেশনায় বাঙালি জাতি ঝাপিয়ে পরেছিলো রক্তক্ষয়ী সংগ্রামে যার ফলে আমরা পেয়েছি স্বাধীনতা।
সেই স্বাধীন রাষ্ট্র পরিচালনায় বিশেষভাবে কাজ করে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনা। আজকের এই বিজয় দিবসে জাতির সূর্য সন্তানদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।প্রধানমন্ত্রীর দেশ রক্ষায় আমাদের বাহিনীর সর্বদা অটল।এসব বিষয় তুলে ধরেন সকল সদস্যদের মাঝে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
Copyright © 2025 Holypennews. All rights reserved.