সব
facebook raytahost.com
আইটিএফ তায়কোয়ন-দো চ্যাম্পিয়নশিপে ২টি স্বর্ণসহ  নরসিংদীর ৭টি পদক লাভ | Holypennews

আইটিএফ তায়কোয়ন-দো চ্যাম্পিয়নশিপে ২টি স্বর্ণসহ  নরসিংদীর ৭টি পদক লাভ

আইটিএফ তায়কোয়ন-দো চ্যাম্পিয়নশিপে ২টি স্বর্ণসহ  নরসিংদীর ৭টি পদক লাভ

নরসিংদী প্রতিনিধি

রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ১৬তম আইটিএফ জাতীয় তায়কোয়নদো প্রতিযোগিতায় ২টি স্বর্ণসহ নরসিংদী জেলার ক্রীড়াবিদগণ ৭টি পদক লাভ করেছেন।  বৃহস্পতিবার ও শুক্রবার (২৬ ও ২৭ জুন) দুইদিনব্যাপী রাজধানীর  আজিমপুরে সেন্ট্রাল তায়কোয়নদো একাডেমিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায়  নরসিংদীসহ ১১ জেলা, একটি বিশ্ববিদ্যালয় ও বসুন্ধরা গ্রুপ,  বিভিন্ন ক্লাব একাডেমি, থানাভিত্তিক সংস্থা, বিভিন্ন ক্লাব একাডেমি স্কুল ও  তায়কোয়নদো এসোসিয়েশন সমূহের মোট ২৭৬ খেলোয়াড় ৩২টি ইভেন্ট ক্যাটাগরিতে অংশ নেয়।

এতে বসুন্ধরা গ্রুপ তায়কোয়নদো দল ১০টি স্বর্ণপদক পেয়ে চ্যাম্পিয়ন হয় এবং ৮টি স্বর্ণপদক পেয়ে  সেন্ট্রাল তায়কোয়নদো একাডেমি রানার্সআপ দল পায় । সেরা সুশৃংখল দল  নির্বাচিত হয় আইইউবিএটি ইউনিভার্সিটি তায়তোয়ন্দ দল।

বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খেলোয়াড় নির্বাচিত হন : আল আমিন সিকদার, রহমতুল্লাহ নিশান, নিমু, আতিয়া মীম সারা, ওমর ওসমান এবং মারুফ হাসান খান সাজিদ। প্রতিযোগিতায় একটিভ প্রশিক্ষক পদক পান নরসিংদী জেলা  তায়কোয়ন-দো মার্শাল আর্ট এ্যাসোসিয়েশনের প্রশিক্ষক মো. শাহজাহান সম্রাট, এসকে বিজয় দাস, আদম মো. ঈসা এবং জহুরা আক্তার মিম।

প্রতিযোগিতায় নরসিংদী জেলা  তায়কোয়ন-দো মার্শাল আর্ট এ্যাসোসিয়েশনের  প্রশিক্ষক মো. শাহজাহান সম্রাটসহ একই প্রতিষ্ঠানের ৬ জন শিক্ষার্থী ২টি স্বর্ণসহ মোট ৭ টি পদক লাভ করেন। ৭ টি পদকের মধ্যে ২টি  স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি তাম্রপদক।

নরসিংদী জেলা  তায়কোয়ন-দো মার্শাল আর্ট এ্যাসোসিয়েশনের  প্রশিক্ষক মো. শাহজাহান সম্রাট ফোর ড্যান পেটান ক্যাটাগরিতে অংশ  স্বর্ণ পদক লাভ করেন। এছাড়াও একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী নাজহা জামান মহিলাদের সিনিযর ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করে স্বর্ণ পদক অর্জণ করেন। জেলার স্বনামধন্য এই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মধ্যে  অন্যান্য পদক প্রাপ্ত বিজয়ীরা হলেন, রৌপ্য পদক – এইচ এম হিজবুল্লাহ, মো. আব্দুল্লাহ ও বন্যা আক্তার।
তাম্র পদক লাভ করেন- মো. ইমাম উদ্দিন ও শাহিনা আক্তার।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ তায়কোয়নদো ফেডারেশনের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো ফেডারেশনের সহকারি মহাসচিব শিমুল শিকদার। আরো উপস্থিত ছিলেন আম্পায়ার কমিটির চেয়ারম্যান মো. হারুন ও অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে আইটিএফ তায়কোয়নদোর প্রবর্তক মাস্টার সোলায়মান শিকদার। এছাড়াও অত্র সংগঠনের বেশ কিছু কর্মকর্তা ও প্রশিক্ষণ এবং বিচারক উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমাপনী দিনে উপস্থিত অতিথিরা।

আপনার মতামত লিখুন :

যৌতুক নিয়েও থামেনি নির্যাতন, করলেন দ্বিতীয় বিয়ে; ন্যায়বিচার প্রার্থণায় আদালতে নির্যাতিতা স্ত্রী

যৌতুক নিয়েও থামেনি নির্যাতন, করলেন দ্বিতীয় বিয়ে; ন্যায়বিচার প্রার্থণায় আদালতে নির্যাতিতা স্ত্রী

স্বামীর দেওয়া আগুনে দগ্ধ স্ত্রী-পুত্রের মৃত্যু

স্বামীর দেওয়া আগুনে দগ্ধ স্ত্রী-পুত্রের মৃত্যু

‘নেই পত্রিকা নেই কোন অনলাইন ফেসবুকে লিখেই তিনি সাংবাদিক; মনোহরদীর অভিশাপ শাকিল’

‘নেই পত্রিকা নেই কোন অনলাইন ফেসবুকে লিখেই তিনি সাংবাদিক; মনোহরদীর অভিশাপ শাকিল’

আগামীকাল নরসিংদীতে তারুণ্যের প্রাণের উৎসব “নৌকা বাইচ ”

আগামীকাল নরসিংদীতে তারুণ্যের প্রাণের উৎসব “নৌকা বাইচ ”

ইভিএম পদ্ধতি বাতিল পুনর্বহাল হচ্ছে ‘না ভোট’

ইভিএম পদ্ধতি বাতিল পুনর্বহাল হচ্ছে ‘না ভোট’

রায়পুরা কলেজ শাখা ছাত্রদলের  কমিটি নিয়ে বিএনপি নেতা শ্যামলকে অবাঞ্চিত ঘোষণা

রায়পুরা কলেজ শাখা ছাত্রদলের  কমিটি নিয়ে বিএনপি নেতা শ্যামলকে অবাঞ্চিত ঘোষণা

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com