এম. ওবায়েদুল কবীর:
বাংলাদেশের প্রতিবন্ধিদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সদস্য এবং ‘থেরাপ গ্লোবাল’ প্রতিনিধিদের উপস্থিতিতে ৫ম বার্ষিক ‘থেরাপ গ্লোবাল’ বাংলাদেশ কনফারেন্স ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মার্চ) ঢাকাস্থ রাওয়া কনভেনশন হলে সকাল ৯ টায় শুরু হয়ে বিকেল বিকেল ৪ টা পর্যন্ত দিনব্যাপী এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
‘মর্ডানাইজিং সার্ভিস প্রভিশন: ট্রেন্ডস এন্ড বেস্ট প্রাক্টিসেস ইন অনলাইন ডকুমেন্টেশন’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে কনফারেন্সে বাংলাদেশের প্রতিবন্ধিদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সদস্য এবং ‘থেরাপ গ্লোবাল’ প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সার্ভিস ডেলিভারি আধুনিকীকরণের ক্ষেত্রে অনলাইন ডকুমেন্টেশনের ট্রেন্ড এবং অনুশীলন নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপিত হয়। সার্ভিস উন্নয়নে থারাপ সফটওয়্যার ব্যবহারের গাইডলাইন এবং সুবিধা নিয়ে বিভিন্ন সেশনে আলোচনা করা হয়। এছাড়াও বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, থেরাপিস্ট, নীতি-নির্ধারণী পর্যায়ের কর্মকর্তাসহ অন্যান্য সদস্যদের জন্য থারাপ সফটওয়্যারের ভূমিকা সম্পর্কে আলোচনা হয়। এই কনফারেন্সে অংশগ্রহণকারীদের শেখার, সাক্ষাতের এবং নেটওয়ার্কিং এর সুযোগ প্রদান করবে।
কনভেনশনের ‘অ্যাংকর’ হল ও ‘ঈগল’ হলে বিভিন্ন সেশনের উপর প্রেজেন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় । প্ল্যানারি সেশন এবং কি-নোট প্রেজেন্টেশন, মর্ডানাইজিং সার্ভিস প্রভিশন: ট্রেন্ডস এন্ড বেস্ট প্রাক্টিসেস ইন অনলাইন ডকুমেন্টেশন, ইউজার প্রেজেন্টেশন: থারাপ সফটওয়্যারের মাধ্যমে সার্ভিস উন্নয়নের অভিজ্ঞতা, প্যানেল আলোচনা: বাংলাদেশের প্রেক্ষাপটে সার্ভিস উন্নয়নে অনলাইন ডকুমেন্টেশনেরস গুরুত্ব, থারাপ ব্যবহার করে শিক্ষা বিষয়ক লক্ষ্য এবং থেরাপি অগ্রগতির মনিটরিং ও মূল্যায়ন, অ্যাপ্লাইড বিহেভিয়ার এনালাইসিস পদ্ধতি নিয়ে এক্সপার্ট প্রেজেন্টেশন এবং বিহেভিয়ার প্লান মডিউলের মাধ্যমে এবিএ বাস্তবায়ন, থারাপ সফটওয়্যারে শিক্ষার্থীর প্রোফাইল তৈরি এবং কার্যক্রমের নোট সংরক্ষণ বিষয়ে আলোচনা, ব্যক্তি কেন্দ্রিক পরিকল্পনা এবং তা বাস্তবায়নে থারাপ এর ভূমিকা শীর্ষ আলোচনা করা হয়।
সম্মানিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এইচআরএম ভাইটাল এসোসিয়েট এর পরিচালক মেজর জেনারেল মো. শামীম চৌধুরী (অব.), ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড রবিনস (ইউএসএ),
বিজনেস ডেভেলপমেন্ট এশিয়া আফ্রিকা এন্ড ম্যানা রিজিওন এর পরিচালক, প্রত্যয় ইকবাল, ভাইস চেয়ারম্যান জেমস এম কেলী (ইউএসএ)।
থারাপ লোকাল টিম মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র ট্রেনিং এন্ড ইমপ্লিমেন্টেশন এসোসিয়েটস আসাদুজ্জামান, ট্রেনিং এন্ড ইমপ্লিমেন্টেশন স্পেশালিস্ট তানভীর মাহবুব, ট্রেনিং এন্ড ইমপ্লিমেন্টেশন স্পেশালিস্ট সালসাবিল খান, ট্রেনিং এন্ড ইমপ্লিমেন্টেশন এসোসিয়েটস জারিয়া হক, ট্রেনিং এন্ড ইমপ্লিমেন্টেশন এসোসিয়েটস এর প্রেজেন্টার খন্দকার জাকিয়া রহমান, ট্রেনিং এন্ড ইমপ্লিমেন্টেশন এসোসিয়েটস রিচি রহমান উপস্থিত ছিলেন।
অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন ‘লিটল ওয়ান্ডার্স প্লে এন্ড লার্ণ সেন্টার’ এর ভাইস প্রিন্সিপাল সেলিনা আখতার, ‘মোবারক হোসেন প্রতিবন্ধী স্কুল’ এর প্রধান শিক্ষক মো. মাহবুব আহমেদ।
লিটল ওয়ান্ডার্স প্লে এন্ড লার্ণ সেন্টার, মোবারক হোসেন প্রতিবন্ধী স্কুল এবং রইনবো অটিজম কেয়ার ফাউন্ডেশন প্রোগ্রামে বিজয়ী প্রতিষ্ঠান হিসেবে ঘোষিত হয়।