নিজস্ব প্রতিবেদকঃ
হলিচাইল্ড কিন্ডার গার্টেন এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নের হলিচাইল্ড কিন্ডার গার্টেন মাঠে প্লে থেকে কেজি ফাইভ পর্যন্ত বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাহবুবুর রহমান রাকিবের সঞ্চালনায় ছাত্র ছাত্রীদের মাঝে কোর-আন তেলাওয়াত, গজল, কবিতা আবৃত্তি, দৌড় , যেমন খুশি তেমন সাজো ও নৃত্য সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
যেমন খুশি তেমন সাজো প্রতিযোগীতায় ছাত্র-ছাত্রীরা সমাজের ভিক্ষা বৃত্তি, বাল্যবিবাহ ও বিভিন্ন কী সংস্কারের চিত্র তুলে ধরে।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মো. সাদেকুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. শামিম মোল্লা এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা শাখা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম হিরণ মোল্লা।
এসময় বক্তারা বলেন, ভিক্ষা বৃত্তি, বাল্য বিবাহ ও যৌতুক আমাদের সমাজে মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। এখনি এগুলোর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনিবার্য ধ্বংসের দিকে ধাবিত হবে। তাই সমাজ থেকে এগুলো বিতাড়িত করে যৌতুক বিহীন বিয়ের ব্যাপারে সকলকে উদ্বুদ্ধ করতে শিক্ষিত যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
এসময় প্রধান মেহমান হিসেবে বিশিষ্ট শিল্পপতি মো. ইব্রাহিম মোল্লা, বিশেষ অতিথি হিসেবে মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাধবদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মকবুল হোসেন, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ও সেলিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও আগত অতিথিদের মাঝে পুরস্কার বিতরণক রা হয়।