সব
facebook raytahost.com
স্বাধীনতা পুরস্কার পেলেন ৯ জন বিশিষ্ট ব্যক্তিসহ ২ প্রতিষ্ঠান | Holypennews

স্বাধীনতা পুরস্কার পেলেন ৯ জন বিশিষ্ট ব্যক্তিসহ ২ প্রতিষ্ঠান

স্বাধীনতা পুরস্কার পেলেন ৯ জন বিশিষ্ট ব্যক্তিসহ ২ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ পেয়েছেন নয় বিশিষ্ট ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম আগেই জানানো হয়েছিল। আজ আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে এ পুরস্কার তুলে দেন তিনি।

শেখ হাসিনা মঞ্চ থেকে নেমে এসে জীবিত দুই বীর মুক্তিযোদ্ধা সিরাজুদ্দীন আহমেদ ও আব্দুল জলিলের হাতে পুরস্কার তুলে দেন।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের সংক্ষিপ্ত জীবনী পড়ে শোনানো হয়। পুরস্কার বিজয়ীদের পক্ষে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া নিজস্ব অনুভূতি ব্যক্ত করেন।

এ বছর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস ও মরহুম সিরাজুল হক।

চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম পুরস্কার পেয়েছেন। আর স্থাপত্যে পেয়েছেন প্রয়াত স্থপতি সৈয়দ মইনুল হোসেন। প্রতিষ্ঠান হিসেবে এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এবং বিদ্যুৎ বিভাগ।

উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে।

স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে মনোনীত ব্যক্তিকে ৫ লাখ টাকা, আঠারো ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম ওজনের স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

এ বছর প্রথমে ১০ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২২ এর জন্য মনোনীত করে সরকার। ওই তালিকায় থাকা জনৈক আমির হামজাকে নিয়ে বিতর্ক উঠলে তার নাম বাদ দেওয়া হয়। পরে গত দুদিন আগে আমির হামজার স্থলে বিদ্যুৎ বিভাগকে পুরস্কারের জন্য মনোনীত করে সরকার।

আপনার মতামত লিখুন :

না ফেরার দেশে দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ

না ফেরার দেশে দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ

বন্যার্তদের সহায়তায় অর্থ সংগ্রহে নরসিংদীতে পথকনসার্ট

বন্যার্তদের সহায়তায় অর্থ সংগ্রহে নরসিংদীতে পথকনসার্ট

নরসিংদীর সাংবাদিক নূরুল ইসলাম নূরচান ও তাঁর সাহিত্যকর্ম

নরসিংদীর সাংবাদিক নূরুল ইসলাম নূরচান ও তাঁর সাহিত্যকর্ম

নরসিংদীতে ৩দিনের সফরে বঙ্গবন্ধু রেল জাদুঘর; দর্শণার্থীর ভীড়

নরসিংদীতে ৩দিনের সফরে বঙ্গবন্ধু রেল জাদুঘর; দর্শণার্থীর ভীড়

আলীজান স্কুলের পুরাতন ছাত্র-শিক্ষকদের মিলনমেলার  প্রস্তুতি সভা

আলীজান স্কুলের পুরাতন ছাত্র-শিক্ষকদের মিলনমেলার  প্রস্তুতি সভা

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে গণহত্যা দিবস পালিত

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে গণহত্যা দিবস পালিত

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com