নিজস্ব প্রতিবেদকঃ
সার্ক পার্সোনালিটি এ্যাওয়ার্ড ২০২২ এ ভূষিত হলেন নরসিংদী’র কৃতি সন্তান ডাঃ মন্দিরা সরকার ।সার্ক কালচারাল ফোরামের আয়োজনে মাদক ও সন্ত্রাস,নিয়ন্ত্রনে আমাদের করণীয়,শীর্ষক আলোচনা সভা শেষে তিনি এ সম্মাননায় ভূষিত হন।
শনিবার (১৭ জুন) বিকেল ৫ টায় সেগুন চাইনিজ রেস্টুরেন্টে সার্ক কালচারাল ফোরাম আয়োজিত আলোচনা সভার শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক।
সার্ক কালচারাল ফোরামের সভাপতি এটিএম মমতাজুল করিম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন।
আলোচনা সভায় প্রধান অতিথি সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে আমাদের করণীয় শীর্ষক সভায় তার বক্তব্যে মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সামাজিক দায়বদ্ধতা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি মাদক ও সন্ত্রাস নির্মূলে অগ্রনী ভূমিকা পালন করার অনুরোধ জানান। আলোচনা শেষে প্রধান অতিথি নরসিংদী জেলার কৃতি সন্তান, নরসিংদী শিবপুর উপজেলার জুনিয়র কনসালটেন্ট, ডাঃ মন্দিরা সরকারকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন। উল্লেখ্য উপজেলা স্বাস্থ্য সেবায় সারা দেশে সর্বোচ্চ সংখ্যাক রোগি দেখায় ও উপজেলা স্বাস্থ্য সেবায় অনন্য অবদান রাখায় ডাঃ মন্দিরা সরকার এ পুরস্কারে ভূষিত হন। প্রকাশ থাকে যে, ডাঃ মন্দিরা সরকার প্রফেসর ডাঃ সুবিনয় কৃষ্ণ পালের সহধর্মিণী। তারা দুইজনই চিকিৎসা সেবায় নরসিংদী জেলায় বিশেষ অবদান রেখে চলছেন।