নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির মহাসচিব কাজী মোঃ মামুনুর রশিদ সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আটকের সময় পুলিশের উপস্থিতিতে ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। জাতীয় পাটির পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যম অফিসে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এক বিবৃতিতে এ নিন্দা জানান।
জাতীয় পার্টির দপ্তর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাজী মামুনের দেয়া বিবৃতিতে তিনি বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনার একটি সাংবিধানিক পদ। এ ধরনের একজন ব্যক্তিকে মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ আটক করতে পারে কিন্তু তাদের উপস্থিতিতে একটি রাজনৈতিক দলের নামধারী কিছু উশৃংখল কর্মী পুলিশ বাহিনীর উপস্থিতিতে যেভাবে তাকে শারীরিকভাবে লাঞ্চিত করলো এটা কখনোই কাম্য নয়। এতে করে বুঝা যায় দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার ও প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে।
বিবৃতিতে তিনি এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান।


