মনিরুজ্জামান, নরসিংদীঃ প্রাচ্যের মানচেষ্টার খ্যাত শেখেরচর (বাবুরহাট) বাজার বণিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ এপ্রিল) বিকেলে শেখেরচর বাজার সংলগ্ন ধূমকেতু মাঠে শেখেরচর বাজার ব্যাবসায়ীদের সরব উপস্থিতিতে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেখেরচর বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারিক’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
শেখেরচর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুজ্জামান ভুঁইয়ার সঞ্চালনায় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে আগত অতিথিদের ইফতার ও প্যাকেটজাত খাবার পরিবেশন করা হয়।