নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর শিবপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করে শিবপুর থানা পুলিশ।
তবে প্রাথমিকভাবে উদ্ধারকৃত মহদেহ দুটির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর এলাকার শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে গলায় চাদর পেঁচানো অবস্থায় দুটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে ইটাখোলা হাইওয়ে পুলিশ ও শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলেউপস্থিত হয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি দেখে স্বাভাবিক দুর্ঘটনা মনে হচ্ছে না। এদেরকে হয়তো কেউ হত্যা করে ফেলে গেছে। তবে শিবপুর থানা পুলিশ এ বিষয়ে কাজ করছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন জানান, এদেরকে রাতের অন্ধকারে কে বা কারা মেরে ফেলে গেছে হয়তো। এখন পর্যন্ত মরদেহ দুটির কোনো পরিচয় পাওয়া যায়নি। দুপুরে দিকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।