মেহের নিগার, নরসিংদী
শিবপুর উপজেলায় অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন শিবপুর উপজেলা ছাত্রলীগ।মঙ্গলবার (১লা ফ্রেব্রুয়ারী) মধ্যরাতে শিবপুরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন ছাত্রলীগ কর্মীরা।
ওই রাতে শিবপুর কলেজগেইট, বাসস্ট্যান্ড, বন্যার বাজারসহ বিভিন্ন এলাকায় আশ্রয় নেয়া শীতার্ত ছিন্নমূল মানুষ ও বাজারের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নৈশপ্রহরীদের মাঝে নিজস্ব অর্থায়নে প্রায় ৩০০ কম্বল বিতরণ করেন। প্রচণ্ড শীতের মাঝে ছিন্নমূল অসহায় লোকজন কম্বল পেয়ে ভীষণ খুশি।
শিবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা বলেন, শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়ছে ঠাণ্ডজনিত রোগ-ব্যাধি, তাই মানবিক কারণে ছাত্রলীগের পক্ষ থেকে ৩০০ শীতার্ত মানুষের মাঝে কম্বলগুলো দিয়েছি।
এ প্রসঙ্গে শিবপুর উপজেলা সাধারণ সম্পাদক ফাজায়েল ভূঁইয়া বলেন, প্রচণ্ড শীতের মধ্যে রাতের বেলা দায়িত্বরত নিরাপত্তা প্রহরী ও ছিন্নমূল মানুষ অনেক কষ্ট করেন। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্যই আমরা রাতের বেলা বের হয়েছিলাম।
এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মোল্লা,সাংগঠনিক সম্পাদক মহসিন ভূঁইয়া সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।