আবুল কাশেম , নরসিংদী
নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে শাওন হত্যার প্রতিবাদে নরসিংদীতে কালো পতাকা মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১০শে সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী শহর ও সদর উপজেলা যুবদলের উদ্যোগে এ মিছিল বের করা হয়।
চিনিশপুরস্থ নরসিংদী জেলা বিএনপির অস্হায়ী কার্যালয় থেকে কালো পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি ভেলানগর-পলাশ আঞ্চলিক সড়ক প্রদক্ষিন শেষে ঢাকা-সিলেট মহাসড়কে উঠতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে নেতাকর্মীরা মিছিল সহকারে পূণরায় বিএনপির কার্যালয়ের দিকে ফিরে যায়। মিছিলটি বিএনপির কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, নরসিংদী সরকারী কলেজের সাবেক ভিপি ইলিয়াস, শহর যুবদলের আহ্বায়ক মাহমুদ হাসান চৌধুরী সুমন, শহর যুবদলের সদস্য সচিব শামীম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন, সদর থানা যুবদলের আহ্বায়ক হুমায়ূন কবির রাসেল, সদস্য সচিব আলী হাসান মুজাহিদ রুবেলসহ শহর ও সদর থানা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।