নরসিংদী প্রতিনিধি: অত্যন্ত তুখোর, পরিশ্রমী, মেধাবী ও কর্মীবান্ধব নেতা শহর ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিব সরকার। খুবই অল্প সময়ে নরসিংদী শহর তথা জেলার হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে এক প্রিয় নাম হয়ে উঠেছে রাজিব সরকার। সকল ছাত্র-ছাত্রীদের সুবিধা অসুবিধা সক্রিয়ভাবে মাঠের দেখা যায় রাজিবকে। বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনীতির আদর্শকে বুকে লালন করে ছাত্র রাজনীতি করে বিএনপি, জামাতের বিরুদ্ধে দফায়- দফায় রাজপথে থেকে মিটিং, মিছিল ও আন্দোলন করছেন রাজীব।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসিবুল হাসান মিন্টু বলেন, তরুণ প্রজন্মের অংকার, হাজারো নেতা ও কর্মী তৈরির কারিগর, মুজিব আদর্শের সৈনিক হয়ে সবসময় কাজ করে যাচ্ছে শহরের সাবেক সভাপতি রাজিব। সব সময় রাজীব মাঠে থেকে ছাত্রলীগ ও আওয়ামী লীগের জন্যে কাজ করে যাচ্ছে। তার বলিষ্ঠ নেতৃত্বে শহর ছাত্রলীগ অনেকটাই সুসংগঠিত ও সক্রিয় হয়েছিলো। সব সময় দেখেছি অন্যায়ের বিরুদ্ধে রাজিব রুখে দাঁড়িয়েছে।
শহর ও জেলা ছাত্রলীগের একাধিক নেতাকর্মীরা বলেন, আমাদের সকল খারাপ সময়ে রাজিব ভাই আমাদের পাশে ছিলো। ন্যায় প্রতিষ্ঠার জন্য উনি লড়াই করেছেন ও করে যাচ্ছেন। প্রতিটি প্রোগ্রামে, মিছিলে রাজিব ভাইয়ের নেতৃত্বে আমরা রাজপথে থেকেছি। আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে ও ছাত্রলীগের হাতকে শক্তিশালী করতে দিন-রাত উনি কাজ করে যাচ্ছেন। তিনি সৎ ও জনবান্ধব ব্যক্তিত্ব।
জেলা আওয়ামী লীগ ও শহরে আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতারা বলেন, রাজীব একজন শিক্ষিত আওয়ামী পরিবারের সন্তান হিসেবে অত্যন্ত বিশ্বস্ততা ও দক্ষতার সাথে আওয়ামী লীগের স্বার্থে কাজ করে যাচ্ছে। রাজীব রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে অত্যন্ত নিষ্ঠা ও দৃৃঢ়তার সাথে মানব সেবায় নিজেকে মানুষের নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে আসছে। রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার আলোকে বলেন রাজনীতি হচ্ছে মানব সেবার মুল মন্ত্র। যেখানে সর্বস্তরের জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখের সাথী হয়ে মাদক, জোয়া, সুদ-ঘুষ মুক্ত একটি সুন্দর সমাজ তথা একটি আদর্শ ছাত্র সমাজ গড়ার প্রতিজ্ঞা বুকে লালন করেছে রাজিব।