সব
facebook raytahost.com
লংগদুতে শীতকালীন সবজির বাম্পার ফলন; কৃষকের মুখে হাসি | Holypennews

লংগদুতে শীতকালীন সবজির বাম্পার ফলন; কৃষকের মুখে হাসি

লংগদুতে শীতকালীন সবজির বাম্পার ফলন; কৃষকের মুখে হাসি

সাকিব আলম মামুন, লংগদু, রাঙামাটি

রাঙামাটির লংগদুতে শীতকালীন সবজি চাষ করে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা। এবছর আবহাওয়া  ও পরিবেশ অনুকূলে থাকায় উপজেলায় শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে। সারি সারি সবজি ক্ষেতগুলোই এর উৎকৃষ্ট উদাহরণ। শীতকালীন সবজির এই বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে।

মাচায় মাচায় ঝুলছে লাউ, মিষ্টি কুমড়া, শিম, পটল, শসা ও করলা। কোথাও আবার ক্ষেত জুড়ে ফুটে আছে ওলকপি, বাঁধাকপি, ফুলকপি। ক্ষেতের গাছগুলোতে ঝুলে আছে বেগুন।  আবার সবুজ মাঠ লাল শাকে লাল হয়ে আছে। উপজেলার সবুজ প্রান্তর  এখন শীতকালীন নানা রকমের  সবজিতে পরিপূর্ণ। মাঠ জুড়ে সবুজের সমারোহের দৃশ্য এখন  চোখে পড়ছে রাঙামাটির লংগদু উপজেলার কয়েকটি ইউনিয়নে।

চলতি মৌসুমে লংগদুতে বাণিজ্যিক ভাবে সবজি চাষের বাম্পার ফলনে ভালো লাভের আশা করছেন কৃষকরা।

উপজেলার বগাচতর, ভাসান্যাদম, আটারকছড়া ও গুলশাখালী ইউনিয়নে ব্যাপক ভাবে বাণিজ্যিক ভিত্তিতে সবজি চাষ হচ্ছে। আর এ উপজেলার উৎপাদিত সবজি স্থানীয় মানুষদের চাহিদা মিটিয়ে জেলার অন‍্যান‍্য উপজেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে। এ অঞ্চলের সবজির গুণগত মান ভালো হওয়ায় সবজি ব্যবসায়ীরা জমি থেকে সবজি ক্রয় করে দেশের বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি শীত মৌসুমে লংগদু উপজেলায় শীতকালীন সবজির আবাদ করা  হয়েছে। শীতকালীন সবজি আবাদে লক্ষমাত্রা ধরা হয়েছিল ৬’শ ৫০ হেক্টর। লক্ষ‍্যমাত্রার ছাপিয়ে আরো ৫০ হেক্টর অধিক জমিতে শীতকালীন সবজির আবাদ করা হয়। ফলে এবছর উপজেলায় মোট ৭’শ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ করা  হয়েছে।  হেক্টর প্রতি প্রায় ১০টন সবজি উৎপাদন হওয়ার আশা করছে উপজেলা কৃষি অফিস। লক্ষ্য মাত্রা অনুযায়ী সবজি উৎপাদন হলে চলতি শীত মৌসুমে কৃষকরা সবজি আবাদে  লাভবান হবে বলে প্রত‍্যয় ব‍্যক্ত করছেন উপজেলা কৃষি অফিসের মাঠকর্মীরা।

বগাচতরের মারিশ্যাচর এলাকার কৃষক আমান উল্লাহ জানান, চলতি মৌসুমে তিনি উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতাঋ ৪ বিঘা জমিতে শীতকালীন সবজি চাষ করেছেন। তার সবজি ক্ষেত জুড়ে শোভা পাচ্ছে ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো ও সবুজ ও লাল রংয়ের কাঁচা মরিচ। এ বছর ফলন ভালো হওয়ায় তিনি বেশ খুশি।

তিনি জানান, গতবছর তিনি এই পরিমাণ জমিতে সবজি উৎপাদন করে প্রায় ২ লাখ টাকা লাভ করেন। চলতি মৌসুমে সবজির ফলন গত বছরে আরও বেশি হবে বলে আশা করছেন। তবে গতবছরের তুলনায় এ বছর বীজের দাম বেশী হওয়ায় ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় লাভ কিছুটা কম হবে বলে ধারণা করছেন। তিনি উৎপাদিত সবজি জমিতেই বিক্রি করতে পাচ্ছেন। বিভিন্ন এলাকা থেকে পাইকারী সবজি ব্যবসায়ীরা ক্ষেতে এসে সবজি দেখে দামদর করে এখান থেকেই নিয়ে যাচ্ছেন।

আটারকছড়ার কারবারি পাড়া এলাকার মনোরঞ্জন চাকমা বলেন, ” এ বছর আমি ৫ বিঘা জমিতে শীতকালীন সবজি চাষ করছি। আমি আমার জমিতে বাধাকপি, ওলকপি, ফুলকপি, গাজর, কাচামরিচ, ধনিয়াপাতা ও শিমের চাষ করছি। আশানুরূপ ফলনও হয়েছে, আশা করছি সবজি বিক্রি করে ভালো লাভবান হবো।

তিনি আরও বলেন,  উপজেলা কৃষি অফিস থেকে মাঠকর্মীরা এসে বিভিন্ন সময়ে আমাকে পরামর্শ ও সহযোগতিা করছেন। আমি উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এবছর কৃষি লোন পেয়েছি। এতে সবজি চাষ করতে আমাকে তেমন কোন বেগ পেতে হয়নি ।

লংগদু উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন চৌধুরী বলেন, অন্যান্য বছরের তুলনায় লংগদুতে এবার শীতকালীন সবজি চাষ বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করছি কৃষকরা এ মৌসুমে শীতকালীন সবজি চাষ করে ভালো লাভবান হবেন। শীতকালীন সবজি চাষ সফল করার লক্ষ্যে উপজেলায় আমরা নিয়মিত কৃষকদের বিভিন্ন পরামর্শ, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং কোন ধরনের সবজিতে কি সার ও কীটনাশক ব্যবহার করে লাভবান হবে সে বিষয় সবসময় সঠিক পরামর্শ দিচ্ছি।

তিনি আরও বলেন, এছাড়াও আমরা কৃষকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি। এজন্য প্রতিটি ইউনিয়নে কৃষি কর্মকর্তা ও কর্মচারিরা কাজ করে যাচ্ছেন। আমরা বিভিন্ন সময় কৃষি প্রণোদনা ও কৃষি পূনর্বাসন প্রকল্পের আওতায় সরিষা বীজ, ভুট্টা বীজ, গম বীজ, মরিচের বীজ, ডিএপি ও এমওপি সার বিনামূল্যে কৃষকদের সরবরাহ করে থাকি।

আপনার মতামত লিখুন :

শ্যামনগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত; ১৪৪ ধারা জারি

শ্যামনগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত; ১৪৪ ধারা জারি

মেডিকেল ভর্তিতে কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফল স্থগিত

মেডিকেল ভর্তিতে কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফল স্থগিত

১৭ বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর

১৭ বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর

রায়পুরায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন; ভ্রাম্যমান আদালতের অভিযানে গুলিবর্ষণ 

রায়পুরায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন; ভ্রাম্যমান আদালতের অভিযানে গুলিবর্ষণ 

নানান আয়োজনে রায়পুরায় পালিত হলো তারুণ্যের আলো উৎসব

নানান আয়োজনে রায়পুরায় পালিত হলো তারুণ্যের আলো উৎসব

নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব

নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com