নিজস্ব প্রতিবেদক
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ২৬ রমজান রায়পুরা বাজারস্থ ক্রাউন ক্যাফে এন্ড পার্টি সেন্টারে এ দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।
রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজয় সাহা’র সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যিজৎ কুমার ঘোষ, পৌর মেয়র জামাল মোল্লা, রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাত হোসেন,
রায়পুরা থানার (ভারপ্রাপ্ত) ওসি আজিজুর রহমান, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামরুল হাসান সোহেল, সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন রাজু, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা বশির আহমেদ মোল্লা, ফজলুল হক চৌধূরী খোকা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ অধ্যক্ষ শফিউল আজম কাঞ্চন, বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
এছাড়া রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ তন্ময় কুমার সাহা, দপ্তর সম্পাদক এম আজিজুল ইসলাম, শফিকুল ইসলাম, পারভেজ মোশারফ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্য গণ।
দোয়া ও ইফতার মাহফিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা এক মহান পেশা। আর একজন সাংবাদিকের কলমের কালী অনেক পবিত্র। আমি আশা করবো রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যরা সত্য ও ন্যার পথে থেকে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে।
পরে বিশ্ববাসী মঙ্গল ও শান্তি কমনা করে দোয়া করা হয়।