নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকখোরশেদ মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো একজন। রবিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মাহমুদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক খোরশেদ মিয়া ভৈরব উপজেলার মধ্যেরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী থেকে ছেড়ে আসা ভৈরবগামী (ঢাকা মেট্রো ন-১৯-৬২৭২) একটি পিকাআপ ভ্যান মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছলে বিপরীত দিক ভৈরব থেকে আসা বারৈচা গামী সিএনজি অটোরিকশা সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকাআপ ভ্যানের সামনের অংশ এবং সিএনজিটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে সিএনজি চালিত অটোরিকশার চালক খোরশেদ মিয়ার মৃত্যূ হয় এবং রিপন মিয়া (৪০) নামে সিএনজির এক যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতে ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিএনজি চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। তবে ঘটনার পর থেকে পিকআপভ্যানের চালক পলাতক রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।