রায়পুরা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় প্রতিবেশীর জমি দখল করে বনজ গাছ কাটার অভিযোগ উঠেছে তাজুল ইসলাম নামে এক ব্যক্তি ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর গ্রামে এঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ইমরান হোসেন জড়িতদের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দিয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী ইমরান হোসেন জড়িতদের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দিয়েছেন
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রতনপুর গ্রামের সাহাবুদ্দিন আহমেদের কাছ থেকে ২০০৬ সালে ১৯ শতাংশ জমি কিনেন একই এলাকার তাজুল ইসলাম। পরে কেনা জমির সঙ্গে আরো ছয় শতাংশ জমি দখল করে নেন তিনি। পরে ভুক্তভোগীর ছেলে ইমরান হোসেন এ ঘটনায় উত্তর বাখরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। পরে তিনি উভয় পক্ষকে ডেকে সমস্যাটি সমাধান করে দেন। সম্প্রতি ওই জমি আবারও দখলে নিয়ে সেখানে লাগানো ২০টি বনজ গাছ কেটে ফেলেন তাজুল ইসলাম ও তার পরিবারের লোকজন।
এ বিষয়ে বক্তব্য জানতে তাজুল ইসলামকে বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। বাড়িতে থাকা তার পুত্রবধূ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন বলেন, গতকাল এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তা আমনে নিয়ে তদন্ত পূর্বক ব্যববস্থা গ্রহণের জন্য এসিল্যান্ড ও ওসিকে পাঠাব। অন্যের জমির গাছ কাটা ও মারধর করা ফৌজদারি অপরাধ। ভুক্তভোগী পরিবার প্রতিকার চেয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবেন।