নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে লাভলী আক্তার (৩০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে খুন হয়েছে। আর এই খুনের অভিযোগ নিহতের স্বামীর বিরুদ্ধে।
রবিবার (৬ নভেম্বর) ভোরে উপজেলার মাহমুদপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই নিহতের স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা সবাই পলাতক আছে।
নিহত লাভলী আক্তার উপজেলার শ্রীনগর ইউনিয়নের আবদুল্লাচর গ্রামের আমান উল্লাহর মেয়ে। লাভলীর অভিযুক্ত স্বামী সুজন মিয়া (৩৫) একই উপজেলার মাহমুদপুর এলাকার মুজিবর রহমানের ছেলে।
পুলিশ ও প্রতিবেশীরা জানান, র্দীঘদিন ধরে যৌতকের জন্য লাভলীর সাথে সাথে প্রায়ই ঝগড়া হতো স্বামী সুজন মিয়ার। শনিবার দিবাগত রাত একটার দিকে কয়েকদফা ঝগড়া হয় তাদের। রোববার ভোরে আবারও ঝগড়ার শব্দ শুনতে পান প্রতিবেশীরা। পরে সকালে লাভলী আক্তারের শোবার ঘরে গলা ও শরীরে ছুরিকাঘাতে ক্ষত-বিক্ষত অবস্থায় লাভলীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এদিকে এ হত্যাকান্ড ঘটানোর পর পর সুজন ও তার পরিবারে লোকজন গা ঢাকা দেয়।
নরসিংদীর রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, পারিবারিকে কলহের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই লাভলী আক্তারের স্বামী সুজন মিয়াসহ শ্বশুরবাড়ির সবাই পলাতক রয়েছেন।