রায়পুরা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে দেড় শতাধিক এতিম, অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে স্থানীয় একটি সেচ্ছাসেবী সংগঠন সেচ্ছাসেবী সংগঠন। প্রতি বছরের ন্য়যা এবারও এই ঈদ সামগ্রী বিতরণ করেন স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন ’রক্তবন্ধু মানবকল্যাণ সোসাইটি।’
শুধুমাত্র ঈদ সামগ্রীই নয় দরিদ্র শিক্ষার্থীকে লেখাপড়ার উপকরণ এবং বেশ কয়েকজন অসুস্থ রোগীর চিকিৎসার্থে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) দুপুরে সংগঠনটির পক্ষ থেকে উপজেলার বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সদস্যরা জানান, ২০২১ সালে উপজেলায় ‘রক্তবন্ধু মানবকল্যাণ সোসাইটি’ নামে সেচ্ছাসেবী সংগঠনটি কাজ শুরু করেন। তারা চার শতাধিক সদস্যের সমন্বয়ে মানুষের কল্যানে বিভিন্ন ধরনে সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় এবারও ঈদের আগ মুহূর্তে গরীব আসহায় হতদরিদ্র ১১২টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো- চাল, ডাল, তেল, লবন পেঁয়াজ, রসুন, আলু, সেমাই, চিনিসহ গরমমসলাসহ আরও অনেক কিছু।
উক্ত অনুষ্ঠানে রায়পুরা ‘রক্তবন্ধু মানবকল্যাণ সোসাইটি ’সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও রায়পুরা উপজেলা সেচ্ছাসেবী ফোরামের সভাপতি মো. সিরাজুল ইসলাম সালামের সভাপতিত্বে ও সাজ্জাদ মাহমুদ এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা শিমুলকান্দি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম শামী ও সহকারী অধ্যাপক কাজী জাফর হোসেন, সৈয়দপুর ফাজিল ডিগ্রি মাদরাসা সহকারী অধ্যাপক মো আবদুল্লাহ মুখারজেন, সাহেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেশ চন্দ্র দাস, কৃষিবিদ মো: দুলাল মিয়া ডেপুটি রেজিস্টার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আনোয়ার হোসেন বেনু ,অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাধারণ সম্পাদক বড়চর দক্ষিণপাড়া আকবর সেবা ফাউন্ডেশন, সিনিয়র সহকারী শিক্ষক হাবিবুর রহমান, মোজাম্মেল হক, সোহরাব হোসেন, কবির হোসেন, আহসানউল্লাহ, পরিতোষ চন্দ্র বিশ্বাস, মানিক চন্দ্র শীল ও আব্দুস সাত্তার, জসিম, মাসুদুর রহমান, বদরুল আলম, সাদ্দাম, তোফাজ্জল, জাহাঙ্গীর, সোয়াইব হাসান ও অন্যান্য স্বেচ্ছাসেবীগণ।
উক্ত অনুষ্ঠানে উপকার ভোগীদের হাতে উপহার তুলে দেন অতিথিবৃন্ধ।
উপকারভোগী পরিবারগুলো ঈদ উপহার হাতে পেয়ে হতদরিদ্র এই মানুষগুলোর মুখে তৃপ্তির হাসি ফুটে উঠে।
উপকার ভোগী বৃদ্ধা জমিলা বেগম বলেন, ঈদের উপহার পেয়ে বেশ খুশি। ঘরে একমাত্র প্রতিবন্ধী মেয়েকে নিয়ে আনন্দে ঈদটা করতে পারবো।
সংগঠনের আহ্বায়ক মো সিরাজুল ইসলাম সালাম বলেন, চার বছর যাবত রক্তবন্ধু মানবকল্যাণ সোসাইটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন সময় সংগঠনের পক্ষ থেকে শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, প্রতি ঈদে ঈদ উপহার সামগ্রী বিতরণ, ছিন্নমূল গরীব অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য নগদ অর্থসহ অসুস্থ মুমূর্ষ রোগীদের সেবা শুশ্রসা চিকিৎসা সেবা প্রদান। সোচ্চায় রক্ত দান করে আসছে। সামনেও সেবামূলক এই কার্যক্রম গুলো অব্যাহত থাকবে।


