নিজস্ব প্রতিবেদক
নরসিংদীয় রায়পুরায় আম কুড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে ঢাকা-চট্রগ্রাম রেলপথের উপজেলার পলাশতলী ইউনিয়নের সাহাপুর এলাকায় ঢাকা অভিমুখী তিতাস কমিউটারের নিচে কাটা পড়ে তারা। ।
নিহত ওই দুই শিশু হলো- পলাশতলী ইউনিয়নের সাহাপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে জোবায়েদ মিয়া (১১) এবং মো. কাউসারের পুত্র সিয়াম মিয়া (১০)।
স্থানীয়রা সূত্রে জানা যায়, সকালে আম কুড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয় দুই শিশু। পরে সাহাপুর এলাকায় রেললাইনের পাশে একটি গাছে আম কুড়াতে গিয়েছিল দুই শিশু। আম কুড়ানোর এক পর্যায়ে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী একটি কন্টেইনার ট্রেন আসলে তারা পাশের রেললাইনে গিয়ে দাঁড়ায়। এসময় পাশের রেললাইন দিয়ে ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনে কাটাপড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশের পরিদর্শক (ইনচার্জ) ইমায়েদুল জাহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করার পর
পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।