ডেস্ক রিপোর্ট
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২৩-২৪ সেশনের ভর্তি পরীক্ষায় নরসিংদী থেকে আগত ভর্তিচ্ছুদের সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে সেখানে অধ্যায়ণরত এ জেলার শিক্ষার্থীদের প্রাণ সংগঠণ নরসিংদী জেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ভর্তিচ্ছুক এবং তাদের অভিভাবকদের সহায়তায়তায় উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে সারা ক্যাম্পাসে বিচরণ করছে সমিতির শিক্ষার্থীরা।
সেখানে নরসিংদী জেলা থেকে আগত ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা করা হয়। পরীক্ষা চলাকালীন সময়ে ভর্তিচ্ছুকদের পরীক্ষার কেন্দ্র খুঁজে দেয়া, এছাড়া একাধিক ইউনিটে আবেদনকারীদের মধ্যে যাদের রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করা প্রয়োজন তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা ইত্যাদি।
নরসিংদীর রায়পুরা থেকে আগত রায়পুরা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেক শরীফ নামের একজন অভিভাবক বলেন, “আমি আমার মেয়েকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ এ, ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য দুই দিন আগেই এসেছি। এখানে এসে নরসিংদীর জেলার ছাত্রছাত্রীদের পেলাম। তারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের বিশ্রামের জায়গা করে দিয়েছে, সকল ধরণের সহযোগিতা করছে, কিছুতে আমাদের এতটুকু বেগ পেতে হয়নি। মনে হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ক্যাম্পাস আমাদের চেনা জানা। আমরা যেন নরসিংদীতেই আছি।”
নরসিংদী জেলা সমিতির বর্তমান পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আদনান সামি বলেব, “আমরা নরসিংদী জেলা সমিতি নরসিংদী থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার নিমিত্তে কাজ করে যাচ্ছি।
নরসিংদী জেলা সমিতির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাইদুল ইসলাম আকাশ বলেন , ” নরসিংদী থেকে আগত ভর্তিচ্ছুদের জন্য আমরা সব রকম সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। প্রশাসনের নির্দেশ অনুসারে এবার ক্যাম্পাসে বুথ বসা নিষেধ ছিল। যার ফলে এবার জেলা সমিতির কোন বুথ ছিলনা। তাই সমিতির পক্ষ থেকে সারা ক্যাম্পাসে নরসিংদী জেলা সমিতির ছেলে মেয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিলাম। যাতে করে নরসিংদী জেলা থেকে আগতরা যেন হয়রাণি বা দূর্ভোগের শিকার না হয়। এছাড়াও অভিভাবক ও পরীক্ষার্থীদের সাহায্য সহযোগিতা করার জন্যে গঠন করা হয়েছে ‘কুইক রেসপন্স টিম’ যাদের কাজ জেলা থেকে আগতদের ২৪ ঘন্টা সার্ভিস প্রদান করা।