১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস।বাঙালি জাতির জন্য অবিস্মরণীয় একটি দিন।বাঙালি জাতির আত্মত্যাগের বিনিময়ে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছে এই দিনটি।মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে লাল সবুজের আলোকসজ্জা করা হয়।
১৬ ই ডিসেম্বর সকাল ৬.৩০ মিনিটে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জাতীয় পতাকা উত্তোলন শেষে প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ডঃ শাহানাজ আরেফিন এছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণে অংশগ্রহণ করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মতিয়ার রহমান, উপ-মহাপরিচালক কাজী নুরুল ইসলাম, কম্পিউটার উইং এর পরিচালক আবুল কালাম আজাদ, ইন্ডাস্ট্রি এন্ড লেবার উইং এর পরিচালক কবীর আহম্মেদ, সেনসাস উইং এর
পরিচালক আব্দুল কাদির মিয়া। এ সময় উপস্থিত ছিলেন আনসার বাহিনীর কমান্ডার আব্দুল মান্নান ভূঁইয়া ও আনসার সদস্যসহ পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ডঃ শাহনাজ আরেফিনকে গার্ড অফ অনার প্রদান করেন আনসার বাহিনীর কমান্ডার মান্নানসহ বাহিনীর অন্য সদস্যরা।