মনিরুজ্জামান, নরসিংদীঃ
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও গণভোজের আয়োজন করেছে মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
রবিবার (২০ আগষ্ট) দুপুরে মেহেরপাড়া শাহি ঈদগাহ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
সভার উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন।
সভা চলাকালীন সময়ে ছাত্রলীগ নেতা থেকে আওয়ামী লীগ নেতা এবং আওয়ামী লীগ নেতা থেকে মেহেরপাড়ার গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠা মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান ও সাংসদ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপের নামে শ্লোগানে শ্লোগানে পুরো সভাস্থল মুখরিত হয়ে ওঠে।
সভায় বক্তারা ৭৫ এর ১৫ ইং আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করে বলেন, ১৫ ই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে এদেশের স্বাধীনতার সূর্যকে অস্তমিত করার যে নীলনকশা আঁকতে চেয়েছিল তা বাস্তবায়ন করতে পারে নি। বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দক্ষ নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল দেশগুলোর জন্য রোলমডেল হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে উদাত্ত আহ্বান জানান তারা।
এসময় বিশেষ অতিথি হিসেবে ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, মাধবদী থানা আওয়ামী লীগের সদস্য সচিব বাবু পরিত্র রঞ্জন দাস মহাদেব, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হাসান আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন।
আলোচনা শেষে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সহ বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।