নিজস্ব প্রতিবেদক নরসিংদীর মাধবদীতে আছিয়া বিবি(২৭) হত্যা মামলার আসামি ও আছিয়ার স্বামী ঘাতক ফজর আলী ওরফে ফজাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মাধবদী থানাধীন বালুসাইর আলগাপাড়া গ্রামে অভিযান চালিয়ে আসামী ফজর আলী ওরফে ফজাকে (৩৫) গ্রেফতার করা হয় বলে নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেফতারকৃত আসামি ফজর আলী ওরফে ফজা বেড়কী বালুসাইর গ্রামের জোহর আলীর ছেলে। উল্লেখ্য গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বালুসাইর গ্রামের প্রবেশমুখে অবস্থিত হোমটেক্স মিলে কর্মরত অবস্থায় আছিয়ার স্বামী মিল থেকে আছিয়াকে ডেকে নিয়ে হত্যা করে। পূর্ব পরিকল্পিতভাবে ফজর আলী ওরফে ফজা তার স্ত্রী ভিকটিম আছিয়া বিবি (২৭)-কে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে তার বাড়ী হতে অনুমান ২৫০ গজ পূর্বে হাজী আবু হানিফের পতিত জমিতে ফেলে যায়। সকালে এলাকাবাসী সেখানে আছিয়ার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।পরে নিহত আছিয়ার মা নারগিছ বেগম (৫৫) বাদী হয়ে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবদী থানার এসআই (নিঃ) জাহিদুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে শুক্রবার মাধবদী থানাধীন বালুসাইর আলগাপাড়া গ্রাম থেকে ঘাতক স্বামী ফজর আলী ওরফে ফজাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ফজর আলী ওরফে ফজা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে ও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।