মনিরুজ্জামান,নরসিংদীঃ
মাধবদীতে সাংবাদিক সিদ্দিকুর রহমান ইমন (৩২) কে, প্রাণনাশের হুমকি দিয়েছে মোঃ লোকমান হোসেন ( ২৮) নামে এক অটোরিকশা চালক। এ
ঘটনায় গতকাল বুধবার (২৭ এপ্রিল)
মাধবদী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
অটোরিকশা চালক মোঃ লোকমান হোসেন ( ২৮) কাঁঠালিয়া দক্ষিন পাড়া চকের বাড়ির মোঃ রফিক মিয়ার ছেলে।
সাংবাদিক সিদ্দিকুর রহমান ইমন কাঁঠালিয়া গ্রামের মৃত বীর মুক্তিযুদ্ধার সন্তান ও মাধবদী থানা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।
তিনি জাতীয় দৈনিক জবাবদিহি ও গণকন্ঠ পত্রিকার মাধবদী থানা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন।
সাংবাদিক সিদ্দিকুর রহমান ইমন বলেন, সংবাদ সংগ্রহের কাজে খড়িয়া বাজার থেকে বাড়িতে আসার সময় অটোরিকশা চালক মোঃ লোকমানকে ভাড়া যাওয়ার বিষয়ে জিজ্ঞেস করার পর সে কোন কথার উওর দেয়নি। কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করার পর, সে রেগেমেগে অকথ্য ভাষায় তাকে গালাগালি করে ও বাজারে থাকা লোকজনের সামনেই প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়।
পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃস্থানীয়দের সাথে আলোচনা করে মাধবদী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
মাধবদী থানার এস আই শাহ আলম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাংবাদিক সিদ্দিকুর রহমান ইমন এর প্রাণনাশের হুমকির অভিযোগের বিষয়টি খুব শিগগিরই খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।