মনিরুজ্জামান, নরসিংদীঃ
বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল কর্তৃক মহানবী সা: ও আয়েশা রা:-কে অবমাননার প্রতিবাদে মাধবদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০জুন) বাদ জুমা আহলে সুন্নাত ওয়াল জামাত মাধবদী থানা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিলটি মাধবদী বাজার কাশিপুর বায়তুল মামুর জামে মসজিদ থেকে শুরু হয়ে মাধবদী বাজার বড় মসজিদ, পৌরসভা, বাসস্ট্যান্ড ও মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ রোড প্রদক্ষিণ করে স্কুল সুপার মার্কেট সংলগ্ন পোস্ট অফিস মোড়ে এসে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য শেষে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,আহলে সুন্নাত ওয়াল জামায়াত মাধবদী থানা শাখার সভাপতি ও কাশিপুর বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা এহতেশামুল হক কাসেমী, সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল কাদের জিলানী, সহ-সভাপতি মুফতি কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ আলী,যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি ইসহাক আল গাজী প্রমুখ।
সমাবেশে বক্তারা আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাঃ ও তার সহধর্মিণী আয়েশা রাঃ এর প্রতি ইসলামের দুশমন কুলাঙ্গার নুপুর শর্মা ও নবীন জিন্দালের অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, নবীজির অবমাননা করে তারা মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। তারা হয়ত জানেনা মহানবীর অপমানে মুসলমানরা অকাতরে জীবন বিলিয়ে দিতে পারে। নবীর অপমানে প্রয়োজনে রক্তগঙ্গা বইয়ে দিতেও মুসলমানরা কুন্ঠাবোধ করবেনা। তাই অনতিবিলম্বে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে মুসলমানদের হৃদয় শীতল করা সহ এই ধৃষ্টতা পূর্ণ আচরণের জন্য ভারত সরকারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানান বক্তারা। তাছাড়া এ ঘটনার প্রতিবাদ করা ও সকল প্রকার ভারতীয় পন্য আমদানী ও বর্জন করার ব্যাপারে জোরালো ভূমিকা পালন করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।