মনোহরদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে মুক্তিযুদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে হাতিরদিয়া বাজারে মুক্তিযুদ্ধা প্রজন্ম পরিষদের কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা আমিনুল হক মোল্লা।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মজিবুর মাস্টারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা ফকির আবদুর রহিম, তোফাজ্জল হোসেন, আবদুল আউয়াল, আবদুর রশিদ, জলিল শেখ, ন.ম. মোস্তফা, তমিজ উদ্দিন, আসগর আলী, মোশাররফ হোসেন, নুরুল হক, গোলাম আসগর, তাইজ উদ্দিন, সুলতান উদ্দিন, সামসুদ্দিন, ওসমান গনি প্রমুখ।
সমাবেশে বীর মুক্তিযুদ্ধাগণ বলেন, মনোহরদীতে দীর্ঘদিন সঠিক নেতৃত্বের অভাবে নানাবিধ দুর্নীতি হয়েছে। মুক্তিযুদ্ধারা সরকারী বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।
এসময় উপস্থিত মুক্তিযুদ্ধারা নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।
তাছাড়া আসন্ন উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ নির্বাচনে আগামী প্রকাশনীর কর্ণধার ও বিশিষ্ট প্রকাশক ওসমান গনিকে নেতৃত্ব গ্রহণের অনুরোধ জানানো হয়।