নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশে বর্তমান সময়ে পাশ্চাত্য দেশের সংস্কৃতির অনুপ্রবেশ ঘটেছে সেই সাথে অনুকরণ করার প্রবণতাও লক্ষণীয়। যেমন প্রত্যেকটি কর্পোরেট কোম্পানি ও বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান পণ্যের বিজ্ঞাপন প্রচারের জন্য স্টেজ পারফরম্যান্স হিসেবে জনপ্রিয় মডেলদের নিয়ে কার্পেট শো বা র্যাম শোর আয়োজন করে থাকেন। বর্তমান সময়ে বেশ কিছু মডেল অত্যন্ত জনপ্রিয় তার মধ্যে অন্যতম আইরিন ইরানি। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয় মুখ এই মডেল ও অভিনেত্রী। অনেক বেশি ব্যস্ততা ঘিরে ধরেছে তাকে কাজ করছেন জনপ্রিয় কোম্পানিগুলোর মডেল হিসেবে। সমানতালে নাটক ও চলচ্চিত্র অভিনয় চালিয়ে যাচ্ছেন। গ্রামীণফোন, রবি, বাংলালিংক, দারাজ, অঞ্জন্স, বিশ্ব রং, হাতিল, জাস্ট সেক্সিসহ বিভিন্ন কোম্পানির মডেল হয়েছেন। বাংলা নাটকে নিয়মিত কাজ করছেন পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। বর্তমান সময়ে বেশ কিছু নাটক , ফটোশুট ও মডেলিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
আইরিন তার অনুভূতিতে বলেন, ক্যারিয়ারের শুরু থেকে রুচিশীল কাজগুলো করার জন্য চেষ্টা করছি। একজন শিল্পী হিসেবে এমন কিছু কাজ করে যেতে চাই আমাকে যেন সবাই মনে রাখে। তবে ফটোশুট ও র্যাম শোতে বেশি স্বাচ্ছন্দ বোধ করি। বাংলা চলচ্চিত্রে নায়িকা হিসেবে প্রধান চরিত্রে শক্তিশালী জায়গা তৈরি করতে চাই। আমার উঠে আসার পিছনে যাদের সহযোগিতা রয়েছে প্রত্যেকে আমার হৃদয়ের উষ্ণ ভালবাসা জানাই।