সব
facebook raytahost.com
ব্রহ্মপুত্রে বিলীন সড়ক, যোগাযোগ বিচ্ছিন্ন; হুমকির মুখে ১০টি গ্রাম | Holypennews

ব্রহ্মপুত্রে বিলীন সড়ক, যোগাযোগ বিচ্ছিন্ন; হুমকির মুখে ১০টি গ্রাম

ব্রহ্মপুত্রে বিলীন সড়ক, যোগাযোগ বিচ্ছিন্ন; হুমকির মুখে ১০টি গ্রাম

নিজস্ব প্রতিবেদক

জামালপুরের দেওয়ানগঞ্জে টানা বর্ষণ ও  পাহাড়ি ঢলে যমুনা, ব্রহ্মপুত্র, দশানী, জিঞ্জিরামসহ বিভিন্ন  নদ-নদীর পানির অস্বাভাবিক বৃদ্ধির ফলে উপজেলার নিম্ন এলাকা প্লাবিত হয়েছে। কয়েকদিনে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র নদে বিলীন হয়েছে খোলাবাড়ী ও দেওয়ানগঞ্জ প্রধান সড়ক। এতে চরম বিপাকে পড়েছে বাহাদুরাবাদ নৌ-থানাসহ ১০ হাজার মানুষ। নদী ভাঙনের হুমকির মুখে রয়েছে ১০টি গ্রাম।

খোলাবাড়ী ও দেওয়ানগঞ্জ প্রধান সড়কটি গত বছরও ব্রহ্মপুত্র নদে বিলীন হয়েছিল। স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায় মান হোসেন ব্যক্তিগত তহবিল পানি উন্নয়ন বোর্ডর অর্থায়নে ক্ষতিগ্রস্ত ভাঙনে বালি ও বস্তা ফেলে সড়কটি মেরামত করা হয়।

চলতি বছর নদীতে পানির অস্বাভাবিক বৃদ্ধির কারণে শুক্রবার সকালে দেওয়ানগঞ্জ-খোলাবাড়ী সড়ক বিলীন হয়ে উপজেলা শহরের সাথে যোগাযোগবিছিন্ন হয়ে পড়েছে।

ওই সড়কে যাতায়াতে দুর্ভোগে পড়েছেন বাহাদুরাবাদ নৌ-থানা পুলিশসহ হাজার হাজার মানুষ। চিকাজানি ইউনিয়ন দীর্ঘদিন ধরে প্রাকৃতিক দুর্যোগ ও নদীভাঙনের কবলে পড়ে  শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা, বাজারসহ নিঃস্ব হয়েছে চিকাজানি-খোলাবাড়ী ইউনিয়নের চারটি ওয়ার্ডের পরিবার।

চলতি বছর বর্যা শুরুতেই ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা, ব্রহ্মপুত্র, দশানি, জিঞ্জিরাম নদ-নদী পানির আয়তন বৃদ্ধি পেয়ে উপজেলার চুকাই বাড়ী, চিকাজানি, বাহাদুরাবাদ, হাতিভাঙা, চর আম খাওয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ও সড়কে ভাঙন অব্যাহত রয়েছে। অত্র ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহাম্মেদ জানান, বাহাদুরাবাদ নৌ থানা, খোলাবাড়ী, মোন্নে বাজার, ফারাজি পাড়া, কাজলা পাড়া, মন্ডল বাজার, গুচ্ছ গ্রাম, বাহাদুরাবাদসহ ১০টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সড়ক।

গত তিন বছর ধরে গুরুত্বপূর্ণ ওই সড়ক ব্রহ্মপুত্র নদে ভাঙনের পরে থাকলেও নদীভাঙন রোধে তেমন কোনো ব্যবস্থা নেয়া হয়নি পানি উন্নয়ন বোর্ড।

এলাকাবাসী জানান, ২০২০ সালে সড়কটি প্রথম ভাঙন শুরু হয়। চলতি বছর বর্ষা মৌসুমের প্রথমে নদী ভাঙন শুরু হলে স্থানীয়ভাবে কিছু বালির বস্তা ও বাঁশ দিয়ে নদী ভাঙন প্রতিরোধের কিছু ব্যবস্থা গ্রহণ করা হলেও। তাতেও শেষরক্ষা হয়নি। কিংবা স্থায়ী ভাবে ভাঙন প্রতিরোধে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে রয়েছে এই অঞ্চলের মানুষ।

বাহাদুরাবাদ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গত বছর এই সড়ক ব্রহ্মপুত্রে বিলীন হয়ে গেলে কিছু বালু ও বস্তা দিয়ে ডাম্পিং করা হয়। উঁচু না হওয়ায় বৃহস্পতিবার রাতে টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এই সড়ক বিলীন হয়ে যায়।

স্থানীয়রা অভিযোগ করে কর্তৃপক্ষের চরম অবহেলার বিষয়টি বলছেন। তাদের ভাষ্য, এই সড়ক রক্ষার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সেজন্য এই জনপদের মানুষের চলাচল ও যাতায়াতের একমাত্র সড়ক এখন বিচ্ছিন্ন থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে।

আপনার মতামত লিখুন :

না ফেরার দেশে নরসিংদী জেলা বিএনপির নেতা সুলতান উদ্দিন মোল্লা

না ফেরার দেশে নরসিংদী জেলা বিএনপির নেতা সুলতান উদ্দিন মোল্লা

বেলাবতে শিক্ষাবৃত্তি প্রাপ্তদের আজীবন ফ্রি চিকিৎসা সেবা প্রদান

বেলাবতে শিক্ষাবৃত্তি প্রাপ্তদের আজীবন ফ্রি চিকিৎসা সেবা প্রদান

কিশোরগঞ্জে গুরুদয়াল সরকারি কলেজে পিঠা উৎসব

কিশোরগঞ্জে গুরুদয়াল সরকারি কলেজে পিঠা উৎসব

শেরপুরে পাচারকালে ট্রাক ভর্তি সরকারি বই জব্দ; আটক ১

শেরপুরে পাচারকালে ট্রাক ভর্তি সরকারি বই জব্দ; আটক ১

পতিত সরকারের কাউকে ছাড় দেওয়া হবেনা; ইঞ্জি আশরাফ

পতিত সরকারের কাউকে ছাড় দেওয়া হবেনা; ইঞ্জি আশরাফ

শ্যামনগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত; ১৪৪ ধারা জারি

শ্যামনগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত; ১৪৪ ধারা জারি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : মোঃ সারোয়ার খান

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৮৮, তরোয়া, নরসিংদী
ফোনঃ 01711205176 ই-মেইল : mdsaroarkhan@gmail.com
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Khan IT Host .com